সংক্ষিপ্ত
ছেলে-মেয়েদের নিয়ে উমা মা আসবেন আমাদের কাছে। তাই পুজো আসার আগেই ভক্তদের জন্য বিস্তারিত সূচি প্রকাশ করল বেলুড় মঠ।
দুর্গাপূজো উপলক্ষে সূচি প্রকাশ করল বেলুড় মঠ। বর্ষা কাটিয়ে শরৎ এর আকাশ উঁকি দেওয়ার অপেক্ষায়। কাশ ফুল, শিউলি ফল ফুটবে ফুটবে করছে। কারণ ছেলে-মেয়েদের নিয়ে উমা মা আসবেন আমাদের কাছে। তাই পুজো আসার আগেই ভক্তদের জন্য বিস্তারিত সূচি প্রকাশ করল বেলুড় মঠ।
আরও পড়ুন, 'চিকিৎসকদের উপর হিংসা বন্ধ হোক', স্বাধীনতা দিবসের প্রাক্কালে কী বার্তা অর্জুন দাশগুপ্তের
বেলুড় মঠ কর্তৃপক্ষ জানিয়েছে যে, 'চলতি বছরের ১২, ১৩, ১৪ অক্টোবর যথাক্রমে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার বেলুড়মঠে দুর্গাপূজো অনুষ্ঠিত হবে। ১২ অক্টোবর সপ্তমীতে ভোর ৫ টা ৪০ নাগাদ পুজো শুরু হবে। অষ্টমীতে বুধবারও একই সময় তে ভোর ৫ টা ৪০ নাগাদ পুজো শুরু হবে। কুমারি পুজো হবে সকাল ৯ নাগাদ। এবং সন্ধি পুজো রাত ৭ টা ৪৪ মিনিট থেকে ৮ টা ৩২ মিনিট অবধি। ১৪ অক্টোবর মহানবমীর দিন বৃহস্পতিবারও ভোর ৫ টা ৪০ নাগাদ পুজো শুরু হবে। ওই দিন দেবীর ভোগ আরতীর পর হোম হবে । শ্রী শ্রী ঠাকুরের আরতির পর সন্ধ্যা আরতি হবে।' তবে প্রয়োজনে এই কার্যসূচির পরিবর্তন এবং পরিবর্ধন করা হতে পারে বলে জানিয়েছে, বেলুড় মঠ কর্তৃপক্ষ। এরই পাশাপাশি প্রণামী পাঠাতে কেউ চাইলে নাম-ঠিকা-ফোন নম্বরের সঙ্গে প্য়ান বা আধার বা ভোট আইডি পাঠাতে অনুরোধ করেছে মঠ কর্তৃপক্ষ।
আরও পড়ুন, অস্বস্তি চরমে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, আজ ভারী বৃষ্টির কমলা সর্তকতা, প্রবল বর্ষণ দুই বঙ্গে
প্রসঙ্গত, রাজ্য়ে কোভিড পরিস্থিতির জন্য দীর্ঘ দিন বেলুড় মঠ বন্ধ। এদিকে ৭৫ তম স্বাধীনতা দিবস কাটিয়ে ১৮ অগাস্ট থেকে বেলুড় খুলে দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মঠ কর্তৃপক্ষ। বেলুড় মঠের তরফে একটি ভিডিও বার্তায় স্বামী জ্ঞ্যানব্রতানন্দ মহারাজ জানিয়েছেন যে, ১৮ অগাস্ট থেকে ভক্তদের জন্য বেলুড় খুলে দেওয়া হচ্ছে। ওই দিন থেকে সকাল আট থেকে বেলা ১১ টা এবং বিকেল চারটে থেকে পাঁচটা পয়তাল্লিশ পর্যন্ত খোলা থাকবে বেলুড় মঠ।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস