সংক্ষিপ্ত

কেমন আছেন অনুব্রত, বীরভূম জেলা সভাপতির শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে এসএসকেম-এ চিঠি পাঠাল সিবিআই। চিঠির পরিপ্রেক্ষিতে অনুব্রত মন্ডলের শারীরিক অবস্থার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।  

কেমন আছেন অনুব্রত, বীরভূম জেলা সভাপতির শারীরিক অবস্থার কথা জানতে চেয়ে এসএসকেম-এ চিঠি পাঠাল সিবিআই। চিঠির পরিপ্রেক্ষিতে অনুব্রত মন্ডলের শারীরিক অবস্থার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ । সূত্রের খবর, হাসপাতালের তরফে জানানো হয়েছে, এখনও পুরোপুরি সুস্থ নন  বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। চিকিৎসকেরা জানিয়েছেন, অনুব্রত-র হার্টের কিছু সমস্যা রয়েছে। এছাড়াও পারিপার্শিক কিছু সমস্যাও রয়েছে। এছাড়া বেশ কিছু পরীক্ষা নিরিক্ষা করা হয়েছে, যার এখনও রিপোর্ট আসেনি বলেই সিবিআই-কে জানানো হয়েছে। 

এসএসকেম-র সুপার পীযুশ রায় জানিয়েছেন, অনুব্রত মন্ডলের সুগারের মাপকাঠির উপরেও নজর রাখা হয়েছে।  তার চিকিৎসায় ইতিমধ্য়েই ৭ চিকিৎসকের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। শুক্রবার ফের অনুব্রত-র শারীরিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করবেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। চিকিৎসক কর্তা বলেন, 'দেশের সংবিধানের প্রতি আমাদের আস্থা রয়েছে। আমাদের সঙ্গে যোগাযোগ করা হলে, আমরা আইন মেনে সিবিআই তদন্তে সাহায্য করব।' উল্লেখ্য, সিবিআই-র পঞ্চমবারের হাজিরা এড়িয়ে আপাতত হাসপাতালে চিকিৎসাধীন অনুব্রত। জেরা করলে অনুব্রত মানসিক চাপ বাড়বে কিনা, মূলত সেটাই বুঝতে চাইছে সিবিআই। এবং গোটা ঘটনায় আসানসোলে সিবিআই আদালতের দ্বারস্থ হচ্ছে।তবে এবার জেরা করতে না পারায় বিষয়টি ইতিমধ্য়েই দিল্লিতে পাঠিয়েছেন সিবিআই আধিকারিকরা। শোনা যাচ্ছে অনুব্রতকে কীভাবে জেরা করা হবে, তা জানতে এবার আসানসোল সিবিআই আদলতের দ্বারস্থ হতে চলেছেন সিবিআই আধিকারিকরা।তাঁদের যুক্তি হাজির সময় অসুস্থ হয়ে পড়েছেন অনুব্রত মন্ডল। এবার আদালতই ঠিক করে দিক কীভাবে তাঁকে জেরা করা হবে।'

আরও পড়ুন, ভাদু শেখ খুনের মামলাতেও তদন্ত করবে সিবিআই, নির্দেশ কলকাতা হাইকোর্টের

প্রসঙ্গত, বুধবার গরুপাচার কাণ্ডে নিজামপ্যালেসে হাজিরা দেওয়ার কথা ছিল অনুব্রত মন্ডলের। তিনি তার নিউটাউনের ফ্ল্যাট থেকে ১০ টা ১৫ মিনিট নাগাদ গাড়ি নিয়ে বের হন। এরপর নিজাম প্যালেসের সামনে দিয়ে পাশ কাটিয়ে সোজা চলে যান এসএসকেম। হেঁটেই হাসপাতালে ঢোকেন তিনি। তাঁর পাজাকোলে করে তাঁকে ঢোকানো হয় উডবার্ণ ওয়ার্ডে। সেখানে ১২ নম্বর কেবিনে থাকার বায়না করেন। তখন অবশ্য চিকিৎসকেরা দেখে অক্সিজেনের মাত্রা ঠিকই ছিল, যদিও অক্সিজেন নেওয়ার জন্যও বায়না শুরু করেন। যদিও এসএসকেম-এ এসে সিবিআই যে জিজ্ঞাসাবাদ চালাতে পারে, সেই কারণে আগেই খোলা চিঠি দিয়ে রেখেছেন কেষ্ট। সিবিআইকে লেখা চিঠিতে অনুব্রত লিখেছেন, 'সদিচ্ছা থাকা সত্বেও অসুস্থতার কারণে হাজির থাকতে পারছি না। তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত আণি। আমি সবরকম সহযোগিত করব।'

 আরও পড়ুন, ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো টানেল কলকাতায়, ২০২৩-র মধ্যে জলের নীচ দিয়ে পরিষেবা শুরু

আরও পড়ুন, ট্রেনের কামড়ায় আস্ত ঘোড়ার ছবি ভাইরাল, বসতে না পারায় অনেকেরই মেজাজ সপ্তম ডিগ্রিতে