সংক্ষিপ্ত

  • করোনার কোপে থামল রথের চাকা
  • নমো নমো পুজো পাঠ চলল রাজ্যের সর্বত্রই
  • জগন্নাথদেবের কৃপাদৃষ্টি সকলের উপর বর্ষিত হোক
  • টুইটে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
     

'করোনা পরিস্থিতিতে জগন্নাথের কৃপাদৃষ্টি আমাদের সকলে উপর বর্ষিত হোক, এই কামনা করি।' রথযাত্রা উপলক্ষে টুইট করে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: থানায় ঢুকে রোগী বলল-আমি করোনা পজিটিভ, আতঙ্কে অফিস ছেড়ে রাস্তায় পুলিশ

এবার তাহলে করোনাকে সঙ্গী করেই চলতে হবে! পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে আশঙ্কা কিন্তু বাড়ছে ক্রমশই। লকডাউনের কড়াকড়ি এখন আর নেই। সারা দেশের মতোই আনলক হয়ে গিয়েছে এ রাজ্যও। মুখ্যমন্ত্রীর নির্দেশে রাস্তায় নেমেছে সরকারি বেসরকারি বাস, চলছে অটো-ট্যাক্সি ও অ্যাপ ক্যাব। খুলে গিয়েছে সরকারি ও বেসরকারি অফিসও। কিন্তু করোনা আতঙ্ক যে পিছু ছাড়ছে না! বরং যতদিন যাচ্ছে, আক্রান্তের সংখ্যা বেড়েই যাচ্ছে। পরিস্থিতি এমনই যে, সংক্রমণের ভয়ে স্বাভাবিক জীবনে ফিরতেও ভয় পাচ্ছেন অনেকে।  রথযাত্রাতেও বাদ সেধেছে করোনা ভাইরাস। ছ'শো বছরের ইতিহাসে এবারই প্রথম রথের চাকা গড়ায়নি হুগলির মাহেশে। নমো নমো করে পূজাপাঠ চলেছে মহিষাদল-সহ রাজ্যের সর্বত্রই।

আরও পড়ুন: ছয়শোর বছরের ইতিহাসে এই প্রথম, করোনা আতঙ্কে এবার মাহেশে গড়াল না রথের চাকা

এই পরিস্থিতি থেকে মুক্তি মিলবে কবে! শুভেচ্ছা জানানোই শুধু নয়, করোনা হাত থেকে রক্ষা করার জন্যও জগন্নাথদেবের কাছে প্রার্থনা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।