সংক্ষিপ্ত

কয়লা কেলেঙ্কারিকাণ্ডে জেরবার অভিষেক। চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না ইডি বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সেই অনুমতি চেয়েই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর দুটোয় শুনানি।

কয়লা কেলেঙ্কারিকাণ্ডে জেরবার অভিষেক। চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না ইডি বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ইতিমধ্য়েই এই বিষয় নিয়ে আদলতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এখানেই শেষ নয়, বারবার বলা সত্ত্বেও কলকাতায় না ডেকে ফের দিল্লিতে অভিষেককে তলব করছে এডি বলে অভিযোগ। এবার চিকিৎসা জন্য তাঁকে দুবাই যেতেও দেওয়া হচ্ছে না। সেই অনুমতি চেয়েই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্য়োপাধ্যায়। বৃহস্পতিবার দুপুর দুটোয় শুনানি।

উল্লেখ্য কয়লাপাচারকাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্য়োপাধ্যাকে, দিল্লিতে একাধিকবার তলব করেছে ইডি। প্রতিবার যাওয়া সম্ভব না হলেও, দিল্লিতে যেবারই ইডি-র সদর দফতরে পা রেখেছেন অভিষেক, লম্বা জেরার মধ্যে দিয়ে তাঁকে নিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে রুজিরা বন্দ্য়োপাধ্যায় ছোট বাচ্চা রেখে কলকাতা থেকে দিল্লিতে যাওয়া সম্ভব নয় বলে আগেই জানিয়েছিলেন। কিন্তু বারবার হাজিরা এড়াতেই সম্প্রতি তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে কোর্ট। 

আরও পড়ুন, ১৫ দিন বিশ্রাম নেওয়া হল না, অনুব্রতকে ফের তলব সিবিআই-র

মূলত ইডির, তদন্তাকারী অফিসারদের দাবি, কয়লাকাণ্ডের তদন্তে নেমে তাঁরা জানতে পেরেছে, মূল অভিযুক্ত অনুপ মাঝির বেআইনি কয়লা পাচারের টাকা অভিষেকের স্ত্রী রুজিরা এবং শ্যালিকার অ্যাকাউন্টে গিয়েছে। তদন্তকারী সংস্থাকে কলকাতায় জেরার আবদন জানালেও অভিষেকের আবাদনে ইডি রাজি হয়নি। এরপরেই কলকাতায় ইডির জেরার মুখোমুখি হতে চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন, 'কেকে-কে হত্যা করা হয়েছে, অপরাধ বোধে গান স্যালুট দিয়েছে সরকার', বিস্ফোরক দিলীপ

এরপর অভিষেককে কেন কলকাতায় জেরা করা হচ্ছে না, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি-কে এবার সরাসরি প্রশ্ন করে সুপ্রিম কোর্ট।  আর এবার কয়লাপাচার মামলায় অভিষেককে কলকাতায় জিজ্ঞেস করুক ইডি, নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্টের আদেশের পরেও কলকাতায় না ডেকে ফের দিল্লিতে অভিষেককে তলব করছে এডি বলে অভিযোগ। চিকিৎসার জন্য বিদেশ যেতে দিচ্ছে না ইডি বলে অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।সেই অনুমতি চেয়েই এবার আদালতের দ্বারস্থ হয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক  অভিষেক বন্দ্য়োপাধ্যায়।

আরও পড়ুন, 'কেকে-কে ব্যাক্তি আক্রমণ করতে চায়নি রূপঙ্কর, ইমনদের পাশে দাঁড়ানো উচিত ছিল', মুখ খুললেন নচিকেতা

প্রসঙ্গত, ২০২০-র ২৭ নভেম্বর সিবিআই-এর দুর্নীতি দমন শাখা বেআইনি কয়লা পাচার নিয়ে একটি মামলা দায়ের করে। এই মামলা দায়ের হয়েছিল ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেডের আওতাধীন সমস্ত কয়লা খনিতে। এই মামলায় মূল অভিযুক্ত হিসাবে নাম ওঠে অনুপ মাঝি ওরফে লালার ।এই মামলার তদন্তে নেমে সিবিআই দাবি করে এমন কিছু তথ্য প্রমাণের যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়ের নাম জুড়ে গিয়েছে।