সংক্ষিপ্ত
শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিনে বরাবরের মতোই ফুরফুরে মেজাজ নিয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির ২০ দিন ব্যাপী কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিত বার্তা দিলেন তিনি।
শুক্রবার বিশ্বকর্মা পুজোর দিনে বরাবরের মতোই ফুরফুরে মেজাজ নিয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন দিলীপ ঘোষ। তবে এদিন নিউটাউন ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি হতে শাসকদলের বিরুদ্ধে তোপ দাগার বদলে অজানা জ্বর নিয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন তিনি। এবং প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিজেপির ২০ দিন ব্যাপী কর্মসূচি প্রসঙ্গে বিস্তারিত বার্তা দিলেন তিনি।
আরও পড়ুন, Bhabanipur By Election: প্রিয়াঙ্কার পাল্টা এবার মমতার বিরুদ্ধেও কমিশনে অভিযোগ জানাল BJP
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে ২০ দিন ব্যাপী কর্মসূচি নেওয়া হয়েছে। বিজেপির অনুষ্ঠান সূচি প্রসঙ্গে এদিন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেছেন,'আজকেই বেশিরভাগ সেবা কাজ হবে। রক্তদান, গরিবদেরকে কাপড় দেওয়া, বাচ্চাদেরকে পড়ার সামগ্রী দেওয়া, অনাথলয়ে যাওয়া, বয়স্কদের ফল দেওয়া, হাসপাতালে ফল দেওয়া এই ধরনের সেবা কাজ হয়। আমরা কোনও না কোনও অনুষ্ঠানে থাকব। মোদীজির জীবনী তাঁর মিশনের উপরে একটা প্রদর্শনী আছে। জেলায়-জেলায় প্রদর্শনী হবে। আর এইটা ২০দিন ধরে চলবে। ২৫ তারিখ দীনদয়ালজির আমাদের যিনি বৈচারিক ইষ্টভুমি তৈরি করেছেন একাত্ত মানব উদারতার তাঁর জন্মতিথি যেটা আমরা সমার্পন দিবস উদযাপন করি।'
আরও পড়ুন, Bhabanipur By Election: 'ভিড় বাড়াচ্ছে পুলিশ', কমিশনের ইস্যু তুলে বিস্ফোরক প্রিয়াঙ্কা
দিলীপ ঘোষ আরও বলেছেন,' ২ তারিখ গান্ধীজির জন্মদিন। আর ৭ তারিখ মোদীজির প্রশাসক হিসাবে কুড়ি বছর পূর্ণ হচ্ছে। ২০০১ সালে ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন তারপরে প্রধানমন্ত্রী। ১৩ বছর মুখ্যমন্ত্রী এবং ৭ বছর প্রধানমন্ত্রী মোট কুড়ি বছর পূর্ণ হচ্ছেন। ইতিহাসে কোনও নেতা এতো সাফল্য পাইনি। আর তাঁর ৭১ বছর পূর্ন হচ্ছে সেজন্য তাঁর ৭১ তম জন্মদিনে ৭১ টা জায়গায় নদী, পুকুর পরিষ্কার করা হবে। ঘাট পরিষ্কার ও সেবা স্বচ্ছতার মাধ্যমে এবং প্লাস্টিক বর্জনের জন্য লোককে আহ্বান করা হবে। যেগুলো আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক এবং স্বচ্ছতা সম্বন্ধে মোদীজি প্রথম থেকেই ঝাড়ুদার হিসাবে পরিষ্কার করার চেষ্টা করেছেন সেগুলোকে তুলে ধরা হবে। আর যে কল্যানকারী যোজনা গরিব কল্যাণ অন্ন যোজনায় ৮০ কোটি লোককে ফ্রী রেশন দেওয়া হচ্ছে একবছর ধরে। বিভিন্ন রেশন দোকানে গিয়ে আমরা মোদীজির ছবি সহ ব্যাগও বিতরণ করব। তার মাধ্যমে লোকেরা রেশন গ্রহণ করবে এরকম প্রচার করার চেষ্টা করা হবে।'
আরও পড়ুন, 'ভিন রাজ্যের নতুন লোককে সুযোগ দিতেই ইস্তফা অর্পিতার', বিস্ফোরক দিলীপ
মালদায় শিশু অসুস্থতার ঘটনায় রাজ্য বিজেপির ভূমিকা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,' আমরা তো আর চিকিৎসক নই। সরকারকে আমরা বারবার বলেছি। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে বলেছি সরকার যেন এখনই কোনও ব্যবস্থা নেয়। মেডিকেল টিম তৈরি করে কেন্দ্রীয় সরকারের বা এইধরনের বিশেষজ্ঞ বা বিজ্ঞানী যারা আছেন তাদের সহযোগিতা নেওয়া উচিত। কেন হচ্ছে, কী কারণে হচ্ছে এই একাধিক উপসর্গ বিশিষ্ট অজানা রোগ। তার একটা নাম বের করেছেন জাপানি এনসেপালাইটিস্ট। এদিকে ডেঙ্গু, ফাইটাস সব একসঙ্গে শুরু হয়েছে। শুধু মালদায় নয় সারা পশ্চিমবঙ্গে প্রায় হাজার দুয়েক শিশু বা তার বেশিও শিশু অসুস্থ আছে। কয়েকজন মারাও গিয়েছে আর কয়েকজন সঙ্গীন অবস্থায় আছে। পরিস্থিতি খুব ঘোরালো আছে। খুব তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া উচিত।'
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা