সংক্ষিপ্ত
- অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ভারচুয়াল সভা নিয়ে খোঁচা
- এতদিন কোথায় ছিলেন অভিষেককে প্রশ্ন দিলীপের
- অভিষেককে আরও কী বললেন বিজেপির রাজ্য় সভাপতি
২১ শে জুলাইয়ের সভার আগেই বিরোধীদের প্রশ্নবানের মুখে তৃণমূল। এবার দলের যুব ব্রিগেডের কান্ডারি অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে ভারচুয়াল সভা নিয়ে খোঁচা দিতে ছাড়লেন না বিজেপির রাজ্য় সভাপতি। এদিন ডায়মন্ডহারবারের সাংসদ প্রসঙ্গে দিলীপবাবু বলেন,ভারচুয়ালে খোকাবাবুকে দেখতে পেলাম। খোকাবাবুর প্রত্যাবর্তন হয়েছে।
রাজ্য়ের সাম্প্রতিক পরিস্থিতি বলছে,করোনা,আমফান, রেশন দুর্নীতির মতো ইস্যুতে রাজ্য় উত্তাল হলেও সেভাবে সরব হতে দেখা যায়নি তৃণমূল সাংসদকে। যা নিয়েই আজ অভিষেক বন্দ্য়োপাধ্যায়কে কটাক্ষ করেছেন বিজেপির মেদিনীপুরের সাংসদ। দিলীপবাবু বলেন, ভারচুয়াল সভায় খোকাবাবুকে দেখতে পেলাম। অবশেষে তাঁর প্রত্যাবর্তন হয়েছে। এতদিন পর মানুষের সেবা করবেন। যাঁদের মৃত্যু হয়েছে, যাঁরা একটাও ত্রিপল পাননি, যাঁরা খাবার পাচ্ছেন না, তাঁদের কথা এতদিন মনে পড়েনি?
এই বলেই অবশ্য থেমে থাকেননি বিজেপির রাজ্য় সভাপতি। অভিষেক প্রসঙ্গে তিনি বলেন, এর আগে মোদীর ভার্চুয়াল সভা নিয়ে সমালোচনা করেছিল তৃণমূল। বল হয়েছিল,মানুষের সঙ্গে যোগ নেই তাই ভারচুয়াল সভা করছে বিজেপি। লকডাউনে মানুষের পাশে বিজেপির কোনও নেতাকে দেখা যাচ্ছে না। বিজেপিতে সবাই এখন ভারচুয়াল। কিন্তু এখন সেই বিজেপির পথেই হাঁটছে তৃণমূল।
অভিষেক প্রসঙ্গে দিলীপবাবু বলেন, ওনাকে কেউ বুঝিয়েছেন যে ভারচুয়াল সভায় টাকা খরচ হয় না, তাই নিজেও করে ফেললেন। আসলে বিজেপিকে দেখেই সব করেন উনি। ২১ জুলাই প্রতি বছরই তৃণমূলের মহাসভা হয়। করোনা পরিস্থিতিতে এবার সেই সভা হওয়া সম্ভব নয়। সেকারণে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ভারচুয়াল সভা করছেন দলের নেতা-কর্মীরা। শনিবার সেই কর্মসূচি অনুযায়ী লাইভে বক্তব্য রাখেন অভিষেক।