Asianet News Bangla

জাতি-ধর্ম ভুলে পুজোর আনন্দে মাতেন দিশারী মেগাসিটি রেসিডেন্ট পুজো কমিটি

  • আসছে পুজো শুরু হয়েগিয়েছে তারই প্রস্তুতি
  • থিমের পুজোর পাশাপাশি শুরু হয়ে গিয়েছে আবাসনের পুজোর প্রস্তুতি  
  • কাজ শুরু হয়েছে দিশারী মেগাসিটি রেসিডেন্ট পুজো কমিটিরও   
  • জাতি-ধর্ম ভুলে পুজোর আনন্দে মাতেন তাঁরা
Durga Puja of Deeshari MegaCity Resident Puja   Committe
Author
Kolkata, First Published Sep 11, 2019, 5:42 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

মা দুর্গার আগমন বার্তায় সেজে উঠেছে প্রকৃতি। বছর ঘুরে আবার বাপের ঘরে ফিরছে মা উমা। আর মেয়ে ঘরে ফেরার আগেই সর্বত্র সাজো সাজো রব। সেরার  লড়াইয়ে কোন প্যান্ডেল এগিয়ে থাকবে এবং দর্শনার্থীদের বেশি মন কাড়বে সে চিন্তায় ব্যস্ত সমস্ত পুজো কমিটিগুলিই, ক্লাবের পাশাপশি পিছিয়ে নেই আবাসনের পুজোগুলিও। পুজোর প্রস্তুতি এখন তুঙ্গে দিশারী মেগাসিটি রেসিডেন্ট পুজো কমিটির। 

আর পড়ুন হারানো দিনের স্মৃতিতে মুখরিত কেন্দুয়া শান্তি সংঘ, জানালেন তাদের এবারের থিম

এবছর তাদের পুজো ৪তম বর্ষে পা দিল। প্রায় ১৫০-র বেশী লোক রয়েছে এই আবাসনটিতে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আবাসনের সকলে এই পুজোতে সামিল হন। গত বছরে তাঁরা সেরা আবাসনের পুজোর শিরোপাও ছিনিয়ে নিয়েছিল, এছাড়া পেয়েছিল অন্যান্য শারদ সম্মান। পুজোর কয়েকটা দিন তাঁরা একসঙ্গে খাওয়া-দাওয়া
হই-হুল্লোড় করে কাটান। এছাড়া তাঁরা বিজয়া দশমীর দিনও জাতি-বর্ণ নির্বিশেষে সিন্দুর খেলাতে মেতে ওঠেন। এছাড়া বিজয়ার দিন কোলাকুলি দিয়ে সমাপ্তি হয় পুজোর। দুর্গা পুজোর পরও তাঁরা আবার লক্ষী পুজোতেও মেতে ওঠেন। এছাড়া ক্রিসমাস থেকে ইফতার পার্টি সবেতেই তাঁরা অংশগ্রহন করেন ও ঘটা করে পালন
করেন। 

আরও পড়ুন নাম লেখাননি এখনও, দেরি না করে অংশ নিন এশিয়ানেট নিউজ শারদ সম্মান ২০১৯-এ
তাই থিমের পুজো ছেড়ে যদি আপনি স্বাদ নিতে চান, ঘরোয়া পুজোর তাহলে ঘুরে আসতে পারেন দিশারী মেগাসিটি রেসিডেন্ট পুজো থেকে। তাদের ঠিকানা হল- ১১৬, দোয়ারীর রোড, দক্ষিন জগদ্দল,রাজপুর, কলকাতা- ১৫১। 

Follow Us:
Download App:
  • android
  • ios