সংক্ষিপ্ত
- শহরে এবার সেই বহু প্রতিক্ষিত ঠান্ডা এবার পড়ল
- তবে শহর কলকাতার আকাশ আজ মেঘাচ্ছন্ন থাকবে
- রাতে ঠান্ডা নামতে পারে আজ ১৭ ডিগ্রি সেলসিয়াসে
- শহরের আপেক্ষিক আর্দ্রতার সর্বাধিক ৯৯ শতাংশ
শহরে এবার সেই বহু প্রতিক্ষিত ঠান্ডা এবার পড়ল। মঙ্গলরাত থেকেই ঠান্ডা পড়েছিল শহরে। আজ বুধবার সেই ঠান্ডা কায়েম থাকবে। তবে শহর কলকাতার আকাশ আজ মেঘাচ্ছন্ন থাকবে। শহরে ঠান্ডা নামতে পারে আজ ১৭ ডিগ্রি সেলসিয়াসে।
আরও পড়ুন, হঠাৎ দু' দিন ছুটি বিধানসভায়, সরকারের কৌশল নিয়ে অভিযোগ বিরোধীদের
আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁতে পারে ১৭ ডিগ্রি সেলসিয়াস। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৯ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৫১ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে।
আরও পড়ুন, এটিএম প্রতারণার থেকে বাঁচার দু'টি উপায়, পরামর্শ দিল কলকাতা পুলিশ
ডিসেম্বর মাস পড়ে গেলেও ঠান্ডা পড়ছিল না। অবশেষে সেই বহু প্রতিক্ষিত ঠান্ডা এবার নামল। গতকাল, আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব বন্দ্য়োপাধ্য়ায় জানিয়েছিলেন, আগামী ৪৮ থেকে ৭২ ঘন্টার মধ্য়ে শহর কলকাতায় রাতের তাপমাত্রা নামবে ১৬ ডিগ্রিতে। সেই অনুমান আজ বুধবার সত্য়ি হল।