সংক্ষিপ্ত
- উল্টোডাঙায় কাঠের গুদামে আগুন ছড়িয়ে পড়ল
- দাহ্য পদার্থের জন্য় পাশের দোকানেও আগুন ছড়ায়
- ইতিমধ্য়েই ঘটনাস্থলে উপস্থিত দমকলের ৬ টি ইঞ্জিন
- এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি
উল্টোডাঙায় কাঠের গুদামে আগুন ছড়িয়ে পড়ে এলাকায় চাঞ্চল্য়। কাঠের গুদাম হওয়ার দরুণ দাহ্য পদার্থে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পড়ে পাশের আরও একটি কাঠের গুদামেও। ঘটনাস্থলে দমকলের ৬ টি ইঞ্জিন। তিন ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসে৷ এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায় নি৷ তবে কীভাবে আগুন লেগেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এবিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন, কলকাতায় মৃত তাইল্যান্ড- এর যুবতী, করোনা আক্রান্ত কি না জানতে পরীক্ষা
মঙ্গলবার, ভোর সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে উল্টোডাঙার গুরু সদয় দত্ত রোডের একটি কাঠ গুদামে। খবর পেয়েই দমকলের ৬ টি ইঞ্জিন সহ ঘটনাস্থলে পৌঁছয় উল্টোডাঙা থানার পুলিশ৷ কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ার দরুণ আগুন নেভাতে সমস্যা হয়। অবশেষে দীর্ঘ তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের দায়িত্বপ্রাপ্ত কর্মীরা৷ আগুন যেহেতু খুব দ্রুত ছড়িয়ে পড়ায়, কাঠের গুদামের ভিতরে সেই মুহূর্তে কেউ ছিল কিনা তল্লাসি করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায় নি৷
আরও পড়ুন, কুয়াশায় ঢাকা শহরে দুপুর থেকে মেঘলা আকাশ, সরস্বতী পুজো মাটি করতে আসছে বৃষ্টি
তবে উল্টোডাঙার গুরু সদয় দত্ত রোডের একটি কাঠ গুদামে কীভাবে আগুন লেগেছে, তা নিয়ে সঠিক কারণ জানা যায়নি৷ তবে পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লাগে।আগুন লাগার কারণ নিয়ে ধন্দ। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে দমকল ও পুলিশ ৷ তারই সঙ্গে প্রশ্ন উঠেছে, কারখানায় অগ্নি নির্বাপণের আদৌ কোনও ব্যবস্থা ছিল কিনা। জানা গিয়েছে, এব্য়াপারে খতিয়ে দেখছে পুলিশ ৷