সংক্ষিপ্ত

  • 'গৃহবন্দি থেকে আমি হাঁপিয়ে উঠেছিলাম'
  • 'আমি প্রতি মুহূর্তে উৎকণ্ঠা ভোগ করেছি'
  • ' কলকাতার মানুষের কাছে আমি দায় বদ্ধ'
  • কাজে নেমে বললেন ফিরহাদ হাকিম 
     


' মানুষের কাছে আমি দায় বদ্ধ, আমি আবার শহরের সমস্ত বিষয়ে ঝাঁপিয়ে পড়ব', নারদ মামলায় জামিন পাওয়ার পরেই কাজে নেমেছেন পুর প্রশাসক ফিরহাদ হাকিম। উল্লেখ্য,  হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চের পক্ষ থেকে ফিরহাদ হাকিম সহ চার নেতার জামিন মঞ্জুর করা হয়েছে। আর তারপরেই কাজে নতুন উদ্যমে ঝাপিয়ে পড়তে চান তিনি।  এবার তাই ফের শুরু হয়েছে 'টক টু কেএমসি।'

আরও পড়ুন, 'মুখ্যমন্ত্রীর নামে অশালীন মন্তব্য', দিলীপের বিরুদ্ধে অভিযোগ দায়ের বিধাননগর দক্ষিণ থানায় 

 


ফিরহাদ হাকিম এদিন সাংবাদিক বৈঠকে বলেছেন, 'করোনা সংক্রমণের জেরে মানুষ জেরবার। ইতিমধ্যেই শহর কলকাতার মানুষর জন্য পুরো পরিষেবা অব্যাহত রাখতে আমার উপর সে দায়িত্ব অর্পণ করেছেন। গৃহবন্দি অবস্থার মধ্যে থাকতে থাকতে আমি হাঁপিয়ে উঠেছিলাম। তার মধ্যে সুপার সাইক্লোনের আগমন ওটার মোকাবিলায় সমস্ত রকম প্রস্তুতি বিষয়টিও ছিল। বাড়িতে বসেও আমি প্রতি মুহূর্তে উদ্বেগ-উৎকণ্ঠা ভোগ করার পাশাপাশি ভার্চুয়াল বৈঠক টেলিফোনে কথাবার্তার মধ্যে দিয়ে প্রস্তুতির কাজ ছাড়ার চেষ্টা করেছি। শহর কলকাতার মানুষের কাছে আমি দায় বদ্ধ। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার ওপর ভরসা করে যে দায়িত্ব আমার হাতে তুলে দিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করতে আজ থেকেই ফের আমি আবার শহরের সমস্ত বিষয়ে ঝাঁপিয়ে পড়বো। আজ থেকেই আবার পুরো পরিষেবা অব্যাহত রাখার পাশাপাশি মানুষের পাশে থাকা ও তাদের অভাব অভিযোগ দূর করা সমস্যার সমাধান করার লক্ষ্যে কাজ শুরু করতে নিয়মিত কলকাতা পুরসভা দায়িত্ব সামলাব।'

আরও পড়ুন, ৫৭ ঘন্টা পর সাজিরহাটের গেঞ্জি কারখানা থেকে উদ্ধার ৪ অগ্নিদগ্ধ দেহ, ঘটনাস্থলে ফরেন্সিক টিম 

 


 শুক্রবার কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চ এর পক্ষ থেকে ফিরহাদ হাকিম চার নেতার জামিন মঞ্জুর করা হয়েছে। তার পরপরই শনিবার থেকে কলকাতা পুরসভা সহ নতুন যে সমস্ত দায়িত্ব ইতিমধ্যে মুখ্যমন্ত্রী তাঁকে দিয়েছেন সে কাজে ঝাঁপিয়ে পড়ার লক্ষ্যে কাজ শুরু করেছেন ফিরহাদ হাকিম।