সংক্ষিপ্ত
- করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ বাড়ছে ভারতে
- করোনা আতঙ্ক থাবা বসিয়েছে রাজ্য়বাসীর মনেও
- করোনার সচেতনার আড়ালে সক্রিয় প্রতারণা চক্র
- এ বিষয়ে কী বললেন, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা
করোনা আক্রান্তের সংখ্য়া ক্রমশ বাড়ছে ভারতে। ইতিমধ্য়েই দেশের একজন প্রবীণ নাগরিকের মৃত্য়ু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। করোনা আতঙ্ক থাবা বসিয়েছে দেশ তথা রাজ্য়বাসীর মনেও। আর ঠিক এমন সময়ই করোনা ভাইরাসের নাম করে সক্রিয় হচ্ছে প্রতারণা চক্র।
আরও পড়ুন, আজও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রাজ্যে, সপ্তাহ জুড়ে একই থাকবে পরিস্থিতি
মোবাইলের ফেসবুক মেসেঞ্জারে কোন লিঙ্ক ঢুকলে, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক থাকতে বলছেন শহরবাসীকে৷ কারণ ওই লিংক খুললে প্রতারকদের ফাঁদে পড়ার ঘটনা ঘটতে পারে। ফাঁকা হয়ে যেতে পারে ওই ব্য়াক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট৷ করোনা ভাইরাস বিষয়ে যেকোনো লিঙ্কের ক্ষেত্রে তাদের এখন সতর্ক থাকতে হবে৷ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা জানিয়েছেন, ফেসবুক মেসেঞ্জারে সাইবার দুষ্কৃতিরা করোনা ভাইরাসের সচেতনতার নামের আড়ালে বিভিন্ন ম্যালওয়্যার ছড়াচ্ছে৷ এ ম্যালওয়ারের মাধ্যমে প্রতারণার জন্য ক্লোন বা নকল অ্যাকাউন্ট করা হচ্ছে।
আরও পড়ুন, টিকিট দেওয়ার অছিলায় মহিলাকে স্পর্শ, প্রকাশ্য়ে মেট্রো কর্মীর কুকীর্তি
প্রসঙ্গত উল্লেখ্য়, বিশ্বের প্রায় ৯১টি দেশে কামড় বসিয়েছে প্রাণঘাতী ভাইরাস করোনা। এক লক্ষ পচিশহাজারেরও বেশি মানুষ এই ভাইরাসে আক্রান্ত। চিনে মৃতের সংখ্যা তিনহাজার ছাড়িয়েছে। ভারতেও আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়ে সত্তর ছাড়িয়েছে। করোনার আতঙ্কে ইতিমধ্য়েই জেরবার কলকাতা-সহ গোটা রাজ্য। নোভেল করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে গত কাল শুক্রবার নবান্নে জরুরি বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন, বিজেপিতে অন্য়দের সঙ্গে কথা বলেন, দিলীপের সঙ্গে সম্পর্ক নেই শোভনের