সংক্ষিপ্ত

 

  •  আমির শাহিতে আইপিএল-আসর বসেছে 
  • বুধবার আইপিএল ২০২০ তে প্রথম মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স  
  • প্রথমদিনেই মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা 
  •  তার আগেই কলকাতা নাইডার্সকে টুইট শুভেচ্ছা মমতার 

 
 আমির শাহিতে আইপিএল-আসর বসেছে। বুধবার আইপিএল ২০২০ তে প্রথম মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রথমদিনেই মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে কলকাতা। তার আগেই কলকাতা নাইডার্সকে টুইট শুভেচ্ছা মমতার।

আরও পড়ুন, মুম্বই ম্যাচের আগে কলকাতা দলকে বিরল সম্মান বুর্জ খলিফার, আলোর মোড়কে কেকেআর-কে কুর্ণিশ

রাজ্য়ের মুখ্যমন্ত্রী টুইটে জানিয়েছেন,' করব,লড়ব,জিতব-২০২০ সালে গোটা দেশ এখন এই কথাই বলছে। এই সঙ্কটজনক পরিস্থিতির সঙ্গে সবাই ঘাম ঝড়ানো পরিশ্রম করছে। আজ আরও এখটি চ্য়াম্পিয়ন দল মাঠে নামছে। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে প্রত্যেকের আনন্দ দেওয়ার চেষ্টা করবে তাঁরা। আইপিএল অভিযান শুরুর আগে নাইটদের এবং প্রিয় শাহরুখকে অনেক শুভেচ্ছা'।

আরও পড়ুন, আজই বেরিয়ে পড়ুন, মন ভাল করে ফিরুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ

প্রসঙ্গত ২০১২ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ান হয়েছিল নাইট রাইডার্স। সেবার কেকেআরের মালিক তথা বলিউড বাদশা শাহরুখের উপস্থিতিতে, আড়ম্বর করে গৌতম গম্ভীরদের সম্বর্ধনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। চ্য়াম্পিয়ন দলের ক্রিকেটারদের সোনার চেন উপহার দিয়েছিল রাজ্য সরকার। ২০১৪ সালে চ্য়াম্পিয়ন হওয়ার পরেও একই দৃশ্য ফিরে আসে। তাই এবার ভাল কিছুর অপেক্ষায় আশাবাদী এই টিম।

 

 

আরও পড়ুন, কলকাতার কাছেই 'হাওয়া বদল'-র সেরা ঠিকানা, মনের মানুষের সঙ্গে কাটান অন্যতম মুহূর্ত