সংক্ষিপ্ত
- শহরের অসহায়- দুঃস্থদের মুখে খাবার তুলে দিচ্ছে যাদবপুর পড়ুয়ারা
- বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই তৈরি হয়েছে এই 'কমিউনিটি কিচেন'
- এই 'কমিউনিটি কিচেন' প্রায় ১২০ জনের খিচুড়ি রান্না করা হয়েছে
- সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চলছে হ্যান্ড স্যানিটাইজার-মাস্ক তৈরি
লকডাউন চলাকালীন শহর কলকাতার অসহায় এবং দুঃস্থদের মুখে খাবার তুলে দিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও প্রাক্তনীরা মিলে ক্যাম্পাসেই তৈরি করেছেন 'কমিউনিটি কিচেন'। এই উদ্যোগটি মঙ্গলবার নিয়ে ৯ দিনে পড়ল।
আরও পড়ুন, কলকাতার কোথায় গেলে পাবেন মনের মত ইডলি, রইল সেই সেরা ঠিকানার হদিশ
সোমবার যাদবপুর স্টেশনের প্ল্যাটফর্ম ও স্টেশন সংলগ্ন এলাকায় খাবার বিলি করা হয়। প্রায় ১২০ জনের খিচুড়ি রান্না করা হয়েছিল। 'কমিউনিটি কিচেন'-র এই উদ্যোগটি এই নিয়ে ৯ দিনে পড়ল। লকডাউনের সময় অনেকেই খাবারের সমস্যায় পড়েছেন। তাদের কথা ভেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কমিউনিটি কিচেনের আবেদন জানিয়েছিলেন কয়েকজন পড়ুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁদের মৌখিক অনুমতি দেন। এরপর ক্যাম্পাসের চার নম্বর গেটের কাছে পার্কিংলটে তৈরি হয় কমিউনিটি কিচেন। রান্নাও করছেন পড়ুয়া ও প্রাক্তনীরা মিলেই। খাবার বিলি করার জন্য তাঁরা পুলিশের অনুমতিও নিয়েছেন।
আরও পড়ুন, জলাশয়ের জ্য়ান্ত মাছ এবার আসবে বাড়ি, লকডাউনে প্রতিশ্রুতি রাজ্য মৎস্য উন্নয়ন নিগমের
অপরদিকে, বিভিন্ন পড়ুয়া এবং প্রাক্তন পড়ুয়াদের সাহায্যে গ্যাস সিলিন্ডার সহ রান্নার অন্যান্য সরঞ্জাম জোগাড় করা হয়েছে। পাশাপাশি সেইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের ল্যাবে চলছে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তৈরি। স্বল্পমূল্যে ওই মাস্ক ও স্যানিটাইজারও বিলি করা হচ্ছে বিভিন্ন জায়গায়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা জানিয়েছেন, করোনা রুখতে এই পরিস্থিতিতে তাঁরা মানুষের পাশে থাকতে চান।
জ্বর নিয়েই ট্রেন করে একটানা অফিস, ভয়ে কাঁটা রাজ্য়ের করোনা আক্রান্তর সহকর্মীরা
ফের তথ্য গোপন করোনা আক্রান্ত প্রৌঢ়ের ভাইয়ের, আইসোলেশনে ভর্তি বরানগরের বাসিন্দা
৪জনের বেশি ঢুকতে বাধা শ্মশানে, করোনা রুখতে নয়া বিধি পুরসভার