সংক্ষিপ্ত
পুরীর ধাঁচেই জগন্নাথ মন্দির এবার দিঘায়। এই প্রকল্পে ১২৮ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়।
পুরীর ধাঁচেই জগন্নাথ মন্দির এবার দিঘায়। এই প্রকল্পে ১২৮ কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বহুদিন আগেই এলাকা পরিদর্শন করে এই সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কলকাতা পুরভোটের নির্বাচনী সভায় (KMC Polls 2021) এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায় ( CM Mamata Banerjee)।
বৃহস্পতিবার মমতা বন্দ্য়োপাধ্যায় বলেছেন, 'আমি আজই এই প্রকল্পে অর্থ বরাদ্দ করেছি। আমি চাই পুরীর মতোই জগন্নাথ মন্দির হোক দিঘায়। প্রায় দুই বছর আগে দিঘা সফরে গিয়ে সমুদ্রের ধারে জগন্নাথ মন্দিরটি পরিদর্শন করেন মমতা। তখন সিদ্ধান্ত নেন, পুরীর মতোই ওই মন্দিরটিকে বড় আকারে তৈরি করা হবে।' সেই কথাই রাখলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি কালীঘাটে স্কাইওয়াক আলোচনা করেন মমতা। তিনি বলেছেন, 'কালীঘাটে স্কাইওয়াকে আলোচনা করেন মমতা। তিনি বলেন কালীঘাটে স্কাইওয়াক হচ্ছে। ২৫০ কোটি টাকার কাজ। দেখবেন হাজরা পার্কে কতগুলি দোকান তৈরি হয়েছে। কালীঘাটে স্কাইওয়াক করব বলে ওখানে যারা দোকানদার ছিল, তাঁদের আপাতত হাজার পার্কের ভিতরে দোকান দিয়েছি। যখন স্কাইওয়াকটা হয়ে যাবে ওরা সেখানে দোকান পেয়ে যাবে।'
বাংলায় দুর্গাপুজো করতে বাধা দেওয়া হয় বলে দেশজুড়ে প্রচার করে বিজেপি। সেই প্রাণের উৎসবকেই ইউনেস্কোর স্বীকৃতিকে বিজেপির মুখে চুনকালি বলে পাল্টা তোপ দাগলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। বৃহস্পতিবার কলকাতা পুরভোটের প্রচারসভায় এই ইস্যুতে কেন্দ্রকে পরপর তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো। মমতা বলেন, 'ইউনেস্কোকে ধন্যবাদ। আমার হৃদয় ভরে গিয়েছে। যারা বলত, মমতাজি পুজো করতে দেয় না, তাঁদের মুখে আজ চুনকালি। আমি গর্বিত, সুরভিত, কল্লোলিত, বিকশিত। বলেছিলাম, বাংলাকে বিশ্বসেরা করব। সারা পৃথিবীতে বন্দিত বাংলা।'
প্রসঙ্গত, কলকাতার দুর্গাপুজোকে আন্তর্জাতিক স্তরের উৎসবের চেহারা দেওয়ার কথা অনেকদিন ধরেই বলে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তবে সেই সকল ইচ্ছেকে উসকে দিয়ে এবার 'ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটির' তালিকায় জুড়ল কলকাতার দুর্গাপুজো। ১৩ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হচ্ছে ইন্টারগভর্নমেন্ট কমিটির ১৬ তম অধিবেশন। এই অধিবেশনেই দুর্গাপুজোকে ইনট্যানজিবল হেরিটেজের স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। বুধবার বিকেলে ইউনেস্কোর টুইটার হ্যান্ডেল থেকে এই ঘোষণা করা হয়েছে। মানবতার ঐতিহ্য, এই শব্দবন্ধ লিখে হেরিটেজ ঘোষণা করে ইউনেস্কো। এই ঘোষণার পরেই মমতাকে মোক্ষম খোঁচাটি দিয়ে গিয়েছেন দিল্লি যাবার আগে দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল কি দুর্গা পুজো শুরু করেছে বাংলায়। এমন ভাব করছে যেনও, এয়ারপোর্ট ওরাই তৈরি করছে। হাওড়া ব্রিজও ওরা করেছে।' তারই পাল্টা জবাব দিলেন এবার মমতা।