সংক্ষিপ্ত
জয় গোস্বামী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। এই অভিযোগ তুলে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করলেন জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী।
জয় গোস্বামী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করা হচ্ছে। এই অভিযোগ তুলে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করলেন জয় গোস্বামীর কন্যা দেবত্রী গোস্বামী। গোটা ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন, কোভিডে মৃত্যু শূন্য কলকাতা, ভ্য়াকসিন নিতে টোকেন ব্য়বস্থা চালু করছে পুরসভা
প্রসঙ্গত, কোভিড আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি-তে ভর্তি হয়েছিলেন জয় গোস্বামী। কিন্তু কোভিড মুক্ত হওয়ার পরেও কিছু শারীরিক সমস্যার কারণে তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। সেই চিকিৎসার ভার বহন করেছিল রাজ্য সরকার। এই বিষয়টি তুলে ধরেই ফেসবুক পোস্টে দাবি করা হয়, নজরুল অ্যাকাডেমির সভাপতি হিসেবে মাসে লক্ষ টাকা রোজগার করেন কবি। তারপরেও কেন তাঁর চিকিরসার জন্য অর্থ সাহায্য করছে রাজ্য সরকার। মমতার প্রসঙ্গ টেনেও এই পোস্টে বলা হয় জয় গোস্বামীর আনুগত্য লাভের চেষ্টা করছেন মুখ্য়মন্ত্রী। এরপরেই থানায় অভিযোগ দায়ের করেন জয় কন্যা দেবত্রী।
আরও পড়ুন, 'আবেগের বশে বলে ফেলেছি', 'মুসলিম কন্যা' ইস্যুতে পদত্যাগের দাবি উঠতেই সাফাই মহুয়ার
বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করে অভিযোগ পত্রে জয় কন্যা দেবত্রী জানিয়েছেন, 'ফেসবুকে কুরুচিকর পোস্ট এরাজ্যের মুখ্য়মন্ত্রী এবং কবি জয় গোস্বামীর ক্ষেত্রে আপত্তিকর এবং অপমানজনক।' পাশাপাশি, জয় গোস্বামী জানিয়েছেন, নজরুল অ্যাকাডেমির সভাপতি পদে থাকলেও তাঁর জন্য কোনও বেতন পাননি তিনি। ওই পদটি সাম্মানিক পদ। তাছাড়া ওই ফেসবুক পোস্টে শুধু তাঁকেই নয়, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও অপমান করা হয়েছে। বেশ করেকদিন ধরেই তিনি শারীরিরভাবে অসুস্থ। এরই মধ্যেই এহেন ঘটনায় অসহায় বোধ করেছেন বলেও জানিয়েছেন কবি।
আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে
আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়
আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে
আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ
আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা
আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস