সংক্ষিপ্ত
সকাল ১০টা পর্যন্ত গণনা শেষে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ৭৪.২ শতাংশ তৃণমূল-কংগ্রেস। অন্যদিকে বামেরা পেয়েছে ৯ শতাংশ ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৮ শতাংশ।
বুথ ফেরত সমীক্ষার ফলাফলকে সত্যি করে বেলা বাড়তেই কলকাতা পুরভোটে(KMC election Result) ঝোড়ো ব্যাটিং তৃণমূল-কংগ্রেসের। তবে ভোট প্রাপ্তির নিরিখে জোরদার টক্কর দেখা যাচ্ছে বিরোধী শিবিরের মধ্যে। সকাল ১০টা পর্যন্ত গণনা শেষে দেখা যাচ্ছে এখনও পর্যন্ত ৭৪.২ শতাংশ তৃণমূল-কংগ্রেস(Trinamool-Congress)। অন্যদিকে বামেরা পেয়েছে ৯ শতাংশ ভোট। সেখানে বিজেপি পেয়েছে ৮ শতাংশ। অন্যদিকে এখনও পর্যন্ত ৬টি ওয়ার্ডে জয়ী হয়ে গিয়েছে তৃণমূল-কংগ্রেস প্রার্থীরা(Trinamool-Congress candidates)। জয় ও এগিয়ে থাকার নিরিখে এখনও পর্যন্ত ১৩৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে বামেরা এগিয়ে ৪টি ওয়ার্ডে। কংগ্রেস(Congress) এগিয়ে ৩টি ওয়ার্ডে। সেখানে বিজেপিও(BJP) এগিয়ে ৩টি ওয়ার্ডে। নির্দল প্রার্থীরা এগিয়ে ২টি ওয়ার্ডে।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে সকাল থেকেই যে দিকে ভোটে রেজাল্টের ট্রেন্ড এগোচ্ছে তাতে স্পষ্ট বিজেপি-র প্রতি মোহভঙ্গ হচ্ছে আম-আদমির। যার জেরে বিধানসভা ভোটের থেকেও অনেকটা কমে গিয়েছে তাদের। আর এখানেই চলছে কাটাছেঁড়া। যদিও এই ফলাফল নিয়ে এখনও বিশেষ মুখ খুলতে দেখা যায়নি বিজেপি নেতাদের। অন্যদিকে ফিরহাদ হাকিম, কাজরী বন্দোপাধ্যায়ের মতো হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা ইতিমধ্যেই বিশাল ব্যবধানে এগিয়ে গিয়ে গিয়েছেন নিকটতম প্রতিদ্বন্দ্বীদের থেকে। অন্যদিকে ১১৯ নম্বর ওয়ার্ডে জিতে গিয়েছেন তৃণমূল-কংগ্রেস প্রার্থী। জিতেছেন ৪ হাজার ৮০০ ভোটে। অন্যদিকে ১১৭ নম্বর ওয়ার্ডে সাড়ে ৭ হাজার ভোটে জয়ী তারক সিংয়ের ছেলে অমিত সিং। অন্যদিকে ১১৮ নম্বর ওয়ার্ডে ৮ হাজার ভোটে এগিয়ে তারক সিং। ১৩৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃমমূল-কংগ্রেস প্রার্থী সৈয়দ মুস্তাক। ৩৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল-কংগ্রেস প্রার্থী মহম্মদ জসিমুদ্দিন। ৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃমমূল কংগ্রেস প্রার্থী দেবাশিষ কুমার। জয়ী মালা রায়, সোমা চক্রবর্তীর মতো হেভিওয়েট তৃণমূল প্রার্থীরা। তবে চমকপ্রদ ফলাফল নিয়ে এগিয়ে যাচ্ছেন নির্দল প্রার্থীরা। ইতিমধ্যেই অসমর্থিত সূত্রে খবর, ১৩৫ নম্বর ওয়ার্ডে ৪০০ ভোটে জয়ী নির্দল প্রার্থী রুবিনা নাগ। তবে ২২ নম্বর ওয়ার্ডেই প্রথম জয় এসেছে বিজেপি। বড় ব্যবধানে জিতে গিয়েছেন মীনাদেবী পুরোহিত।
আরও পড়ুন- শতাধিক ওয়ার্ডে ভোট লুট, পুরভোটে হিংসা নিয়ে রাজ্য-কমিশনকে একযোগে তোপ শুভেন্দুর
অন্যদিকে ১০ হাজার ভোটে জয়ের পর স্বভাবতই উচ্ছ্বসিত তৃণমূল প্রার্থী দেবাশিষ কুমার। তাঁর কথায়, ভোটাদের আশীর্বাদেই এই জয়। পুনরায় তৃণমূলের উপর মানুষ আস্থা রাখায় আমরা খুশি। আমি মমতা বন্দোপাধ্যায়কে কথা দিয়েছিলাম জয় আসবেই। অন্যদিকে জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল কংগ্রেস প্রার্থী তারক সিংও। মানুষের আস্থা রেখেছেন মমতা বন্দোপাধ্যায়কে দেখেই, দাবি তারক সিংয়ের। মোট ৬ হডার ওয়ার্ডে ভোট হলও মাত্র ৭টি ওয়ার্ডে ঝামেলা হয়েছে বলে দাবি তাঁর। অন্যদিকে কাকলি বাগের দাবি সহকর্মীরদের অক্লান্ত পরিশ্রমের ফলেই এসেছে এই জয়। অন্যদিকে জয় নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় তারক পুত্র অমিত সিংকেও। জয়ের খবর পেতেই বাবাকে প্রণাও করতে দেখা যায় তাঁকে। জয় প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, গতবার উপনির্বাচনে জিতেছিলাম। সেই বার জিতেছিলাম সাড়ে ৫ হাজারে ভোটে। এবারে সাড়ে ৭ হাজারে জিতেছি। ভালো লাগছে।