সংক্ষিপ্ত
গত কয়েকদিনে আকাশ ছুঁয়েছে মাছের দাম। তুলনায় সস্তা সবজি ও মাংস। বেশিরভাগ বাজারেই দেখা মিলছে ফুলকপি, বাঁধাকপির মতো শীতের সবজির।
ভাইয়ের কপালে ফোঁটা আর পাতে চিংড়ি, ইলিশ, পাবদা। দীপাবলি থেকে জমে উঠেছে মাছ থেকে সবজির বাজার। রকমারি মাছ হোক বা বাহারি সবজি ভাইকে পাত পেড়ে খাওয়ানোর জন্য জোগান এবছর মন্দ নয়। তবে ফোঁটা আগুন দামে হাত পুড়ছে দিদি-বোনেদের। ইলিশ থেকে পাবদা দাম চড়ছে সবেরই। তবে তুলনায় দাম কম সবজি ও মাংসের।
গত কয়েকদিনে আকাশ ছুঁয়েছে মাছের দাম। তুলনায় সস্তা সবজি ও মাংস। বেশিরভাগ বাজারেই দেখা মিলছে ফুলকপি, বাঁধাকপির মতো শীতের সবজির। আর এই শীতের সবজি বাজারে আসার কারণেই উৎসবের মরশুমেও সবজির দাম আয়ত্তে রয়েছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। অন্যদিকে আয়ত্তের মধ্যে মাংসের দামও। মধ্যবিত্তের পকেটে টান পড়ছে মাছ কিনতে গিয়ে। ভাইফোঁটার আগের দিন কেমন ছিল বাজারদর?
ভাইফোঁটার আগের দিনই আগুন দাম মাছের। ইলিশ থেকে চিংড়ি, পাবদা থেকে তোপসে হাত অগ্নিমূল্যে হাত পুড়ছে ক্রেতাদের।
কোন মাছের দাম কত?
- ইলিশ (এক কেজি) - ১২০০-১৫০০
- ইলিশ (দেড় কেজি) - ১৮০০-এর কাছাকাছি
- ভেটকি - ৫০০-৫৫০
- পারশে - ৪০০-৫০০
- পাবদা - ৫০০-৬০০
- তোপসে - ৭০০
- মাঝারি সাইজের বাগদা - ৮০০
ভাইফোঁটার আগে কতয় বিকোল সবজি?
- ফুলকপি - ২০-৩০ টাকা পিস
- বাঁধাকপি - ৩০ টাকা কেজি
- ঢ্যাঁড়শ - ৩৫-৫০ টাকা
- বেগুন - ৪০-৬০ টাকা
- পেঁপে - ১০-১৫ টাকা কেজি
- কুমড়ো - ৩০-৪০ টাকা কেজি
- কাঁচকলা - ৫-৬ টাকা পিস
- টমেটো - ৬০-৭০ কেজি
- আলু (জ্যোতি ) - ২৮-৩২ টাকা কেজি
- আলু (চন্দ্রমুখী) - ৩৫-৩৬ টাকা কেজি
উৎসবের মরশুমে কি চড়ল মাংসের দাম?
- চিকেন - ১৭০-১৮০ টাকা কেজি
- গোটা মুরগি - ১৩০ টাকা কেজি
- মাটন - ৬৯০-৭৬০ টাকা কেজি
আরও পড়ুন-
পশ্চিমবঙ্গে রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে আসছে অরভিন্দ কেজরিওয়ালের দল, জেলায় জেলায় দফতর খুলছে ‘আপ’
ব্যস্ত সময়ে হঠাতই থমকে গেল হোয়াটসঅ্যাপ! মিনিট কয়েকের মধ্যে বিপাকে পড়লেন ১১ হাজার ব্যবহারকারী
ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-এর এলোমেলো গতিবিধিতে বিপর্যস্ত বাংলাদেশ, সারা দেশজুড়ে প্রচুর প্রাণহানি!