সংক্ষিপ্ত
- রাজ্য়ের সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতা
- কলকাতাতে দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ
- অন্যান্য জেলার থেকে বেশি মৃত্যু মহানগরে
- মহানগর নিয়ে কী বলছে রাজ্য়ের স্বাস্থ্য় বুলেটিন
রাজ্য়ের সঙ্গে পাল্লা দিচ্ছে কলকাতা। কলকাতাতে দ্রুত হারে বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। পাশাপাশি করোনা নিয়ে মৃতের সংখ্যাতেও অন্যান্য জেলার থেকে অনেক বেশি মৃত্যুর হার মহানগরে।
রাজ্য়ের স্বাস্থ্য় ভবনের বুলেটিন বলছে, শুধু কলকাতাতেই বর্তমানে আক্রান্তের সংখ্যা ২৭ হাজার ছাড়িয়েছে৷ মহানগরের ইতিমধ্য়েই করোনা নিয়ে মৃত্যু হয়েছে ৯০০ জনের বেশি রোগীর। সুস্থ হয়ে উঠেছেন ১৯ হাজারের বেশি৷ গত ২৪ ঘন্টায় কেবল কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮৪ জন। শুক্রবার এই সংখ্যাটা ছিল ৬৭৫ জনে। সব মিলিয়ে এখনও রাজ্য়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৭,২৪১ জন৷
'সুযোগ নিচ্ছেন মমতা', তড়িঘড়ি মুকুল নিয়ে 'ভোল বদল' দিলীপের
সংখ্যা জানাচ্ছে, শুধু কলকাতাতেই গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২০ জনের৷ শনিবারের তথ্য অনুযায়ী, কলকাতায় মোট মৃতের সংখ্যা ৯২৭ জন৷ তবে কলকাতায় এই পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৯,৩৩৪ জন৷ গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬২৮ জন৷ শহরে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ৬, ৯৮০ জন৷ এদিকে, পঞ্চাশের নীচে নামানো যাচ্ছে না রাজ্য়ে সংক্রমণে মৃতের সংখ্য়া। রাজ্য়ের স্বাস্থ্য় দফতরের বুলেটিন বলছে, শনিবার পশ্চিমবঙ্গে করোনা নিয়ে মারা গিয়েছেন ৫১ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৯৪৯ জন।
হাতে ঘাসফুল-মনে পদ্মফুল, দলের 'গদ্দারদের' নিয়ে চিন্তায় তৃণমূল
পরিসংখ্য়ান বলছে, এখনও পর্যন্ত বঙ্গে করোনা নিয়ে মোট মৃতের সংখ্যা ২০০০ ছাড়াল৷ তবে আশার খবর, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২,০৬৪ জন। এদিন আক্রান্তের সংখ্য়া শুক্রবারের থেকে বেশি৷ সব মিলিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যাটা বেড়ে দাঁড়াল ৯২,৬১৫ জন৷ সংখ্য়া বলছে, রাজ্য়ে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৫,৪৮৬ জন৷ একদিনে বেড়েছে ৮৩৪ জন৷ এখনও পশ্চিমবঙ্গে করোনা নিয়ে মোট মৃতের সংখ্যা ২,০০৫ জনের৷
তাড়া করছে সংক্রমণ, নবান্ন থেকে তড়িঘড়ি দফতর সরছে মুখ্যমন্ত্রীর
একদিনে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২,০৬৪ জন৷ এখনও পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬৫,১২৪ জন৷ পরিসংখ্য়ান বলছে, রাজ্য়ে সুস্থ হওয়ার হার ৭০.৩২ শতাংশ৷ শুক্রবার ছিল ৭০.৩৩ শতাংশ৷ গত ২৪ ঘন্টায় রাজ্য়ে করোনা টেস্ট হয়েছে ২৫,১৪৮ টি৷ শুক্রবার যা ছিল ২৫, ২৫৪ টি৷ এই পর্যন্ত মোট টেস্ট হয়েছে ১০,৭৯ ,৬৫৭ টি৷