সংক্ষিপ্ত

কেন কোনও বিজেপি নেতার নাম চার্জশিটে উল্লেখ নেই।  শুভেন্দু অধিকারীর নাম চার্জশিটে উল্লেখ নেই কেন বলে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।


এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি রাজনৈতিক নেতা এবং একজন আইপিএস অফিসারের নাম উল্লেখ করে কোর্টে চার্জশিট দাখিল করেছে। তাঁরা পরবর্তীতে তাঁদের বিবৃতি জারি করবে। অভিযোগ পত্র কাউকে দোষী প্রমাণ করে না। কিন্তু শুভেন্দু অধিকারীর নাম চার্জশিটে উল্লেখ নেই কেন বলে প্রশ্ন তুলেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

 আরও পড়ুন, 'পারলে কলকাতায় আসুন', দিল্লিতে ED-র তলবে যাচ্ছেন না অভিষেক পত্নী রুজিরা
কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন যে, 'কেন কোনও বিজেপি নেতার নাম চার্জশিটে উল্লেখ নেই। শুধুমাত্র তৃণমূলনেতাদের এবং যারা বিজেপি থেকে নিজেদের সরিয়ে রেখেছেন তাঁদের নাম দেওয়া হয়েছে। শুভেন্দু অধিকারীকে নারদ স্টিং অপারেশনের সময় ক্যামেরার সামনে দেখা গিয়েছিল। সিবিআই যে এফআইআর দায়ের করেছিল, সেখানে শুভেন্দু অধিকারির নাম ছিল। তাহলে কেন তাঁর নাম দেওয়া হয়নি। নারদা এবং সারদা কেলেঙ্কারির অন্যতন প্রধান অভিযুক্ত শুভেন্দু অধিকারী নিজেকে বাঁচাতে বিজেপিতে যোগ দিয়েছেন। সিবিআই-ইডি তাঁকে স্পর্শ করতে পারে না। সারদা কেলেঙ্কারির জন্য  শুভেন্দু অধিকারীকে গ্রেফতার করা উচিত এবং হেফাজতে নেওয়া উচিত। তথ্য বের করা জন্য অবশ্যই তাকে অবশ্য়ই হেফাজতে জিজ্ঞাসাবাদ বসতে হবে।' 
প্রসঙ্গত, সম্প্রতি সারদা কাণ্ডে অতিরিক্ত চার্জশিট নাম উঠতেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। সেবার সোশ্যাল মিডিয়ায়   কুণাল ঘোষ লিখেছিলেন, 'শুনলাম সারদা মামলায় ED আমার নাম অতিরিক্ত চার্জশিটে রেখেছে।  চার্জশিটে ছত্রে ছত্রে মিথ্যাচার করে জড়ানোর চেষ্টা। প্রতিটি অভিযোগ ভুল। বলে বলে প্রমাণ করব। তবে এখন এখানে এইটুকুই। কোর্টে বুঝে নেব।'

আরও পড়ুন, Crime: ভুয়ো ভ্যাকসিনকাণ্ডে দেবাঞ্জন দেবের বাড়িতে হানা দিল ED

তিনি আরও বলেছেন যে, 'এটি একটি প্রবণতা হয়ে দাঁড়িয়েছে যে, বিজেপিতে যোগ দিয়েছেন যারা, তাঁদের নাম সিবিআই বা ইডির তদন্তে উল্লেখ করা হবে না। তিনি তোপ দেগে আরও বলেছেন, বিজেপি নেতারা টুইট করে বলছেন যে পুলিশকে আরও নিরপেক্ষ হওয়া উচিত। এর অর্থ হল সকল কেন্দ্রীয় সংস্থা গুলি নিরপেক্ষ হওয়া উচিত। কিন্তু তাঁদের পক্ষপাতিত্বের বিচার করবে কে। অপরদিকে সিবিআই এই বিষয়ে লোকসভার স্পিকারের কাছে এখটি চিঠি পাঠিয়েছে। কিন্তু তিনি কখনই উত্তর দেননি, তার কারণ তাঁরা দুজনেই বিজেপির সঙ্গে যুক্ত।যদি সিবিআই তদন্ত এগিয়ে না যেতে পারে , তাহলে ইডি আছে। কেন এই দুই আলাদা সংস্থা একসঙ্গে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে না। '


 

 আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player