সংক্ষিপ্ত
শুক্রবার নির্ধারিত সময়েই মাধ্যমিকের ফলপ্রকাশ। এদিন সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষে আড়াই মাসের মধ্যেই বেরোল রেজাল্ট। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
শুক্রবার নির্ধারিত সময়েই মাধ্যমিকের ফলপ্রকাশ। এদিন সকাল ১০ টা থেকে ওয়েবসাইটে ফলাফল দেখা যাবে, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পরীক্ষা শেষে আড়াই মাসের মধ্যেই বেরোল রেজাল্ট। এদিন সকালে সাংবাদিক সম্মেলন করে মাধ্যমিকের ফলপ্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, চলতি বছরে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।
প্রসঙ্গত, দীর্ঘ দুই বছর পর বাইশ সালে অফলাইন পরীক্ষা হয়েছে। চলতিবছর পরীক্ষার্থীর সংখ্যাও খুব একটা কম নয়। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৬ হাজার ৮৬৩ জন। প্রায় ৫০ হাজার বেড়ে এবার রেকর্ড পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৫ লক্ষ ৫৯ জন। এবং ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪ জন। সেই অনুযায়ী, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এবছর চলতি মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। চলতি বছরে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। মাধ্যমিকের পাশের হারে দ্বিতীয় স্থানে কালিংপং।কালিংপংয়ে পাশের হার ৯৪ শতাংশের বেশি। কলকাতা, পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪ শতাংশের বেশি। পরীক্ষায় পাশ করেছে মোট ৯ লক্ষ ৪৯ হাজার ৯২৭ জন।
আরও পড়ুন, 'ভাবতেই পারিনি ৪ নম্বরে থাকবো', মাধ্যমিকে চতুর্থ হয়ে আনন্দে আত্মহারা পাঠভবনের শ্রুতর্ষী
উত্তর ২৪ পরগণায় পাশের হার ৯১.৯৮ শতাংশ, সকাল ১০ টা ৪০ মিনিট
উত্তর ২৪ পরগণায় পাশের হার ৯১.৯৮ শতাংশ
কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি, সকাল ১০ টা ২০ মিনিট
কলকাতা, পশ্চিম মেদিনীপুরে পাশের হার ৯৪ শতাংশের বেশি।
মাধ্যমিকের পাশের হারে দ্বিতীয় স্থানে কালিংপং, সকাল ৯ টা ২৪ মিনিট
মাধ্যমিকের পাশের হারে দ্বিতীয় স্থানে কালিংপং।কালিংপংয়ে পাশের হার ৯৪ শতাংশের বেশি।
পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর, সকাল ৯ টা ২০ মিনিট
চলতি বছরে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর।পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ।
আরও পড়ুন, 'আমি খুব খুশি', দিল খোলা হেসে, মিষ্টি মুখে টপাটপ পুরল মাধ্যমিকে নবম হওয়া বিশ্বদীপ
উল্লেখ্য, এবছর রেজাল্ট জানতে সকাল ১০টা থেকে নজর রাখুন ওয়েব সাইটে। ওয়েব সাইট গুলি হল, wbresults.nic.in, wbbse.wb.gov.in, exametc.com, results.shiksha, schools9.com, vidyavision.com, fastresult.in এই কয়টি ওয়েব সাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসে দেখতে পারেন রেজাল্ট। এক্ষেত্রে নির্দিষ্ট নম্বরে রোল নম্বর পাঠালেই হল। 5676750 নম্বরে WB10 লিখে স্পেশ দিন। তারপর Roll Number লিখুন। পাঠিয়ে দিন। এতে এসে যাবে পরীক্ষার রেজাল্ট। চাইলে অ্যাপের মাধ্যমে দেখতে পারেন রেজাল্ট। এক্ষেত্রে প্লে স্টোর থেকে মাধ্যমিক রেজাল্ট ২০২২ অ্যাপটি ডাউনলোড করুন। জেনে যাবেন রেজাল্ট।