সংক্ষিপ্ত
মহাশিবরাত্রিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকেই। প্রত্য়েকেই দেশ এবং দেশবাসীর জন্য শুভকামনা জানিয়েছেন।
মহাশিবরাত্রিতে (Mahashivratri 2022 ) দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ,প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ আরও অনেকেই (CM Mamata Banerjee ,PM Modi and Amit Shah)। প্রত্য়েকেই দেশ এবং দেশবাসীর জন্য শুভকামনা জানিয়েছেন।
মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় টুইট করে জানিয়েছেন, 'মহাশিবরাত্রিতে আমি আমার সকল ভাইবোনকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আসুন সকলের জন্য শান্তি, ঐক্য, সম্প্রীতি এবং সুখের জন্য প্রার্থনা করি।' পাশাপাশি এদিন টুইট করে নরেন্দ্র মোদী জানিয়েছেন, মহাশিবরাত্রি উপলক্ষে এদিন সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। ভগবান মহাদেব, সকলকে সাহায্য করুন এবং কল্যাণ করুন।ওম নমঃ শিবায়।' এদিন এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও এদিন সকলকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন। তিনি বলেন, 'মহাশিবরাত্রি উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাই। দেবাদিদেব মহাদেবের কাছে সকলের কল্যাণ, দেশের উন্নতি এবং সমৃদ্ধি কামনা করি।'এই দিন দিলীপ ঘোষ জানান, 'সমস্ত মন্দিরে পুজো হচ্ছে ,আমাদের এখানে কাছেই হাজরা কালী তলাতে সেখানে শিব -পার্বতীর মূর্তি আছে এখানে বহু লোক এসেছেন পুজো দিতে অভিষেক করছেন।আমি ও পুজো দিলাম অভিষেক করলাম ।দেশের কল্যাণ ও বিশ্বের শান্তি কামনা করলাম। আজকে আমি বিদেশ যাত্রা করছি। এখান থেকে দিল্লি হয়ে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে যাবো রাষ্ট্রপতির সঙ্গে যাতে সফল হয়ে ফিরি আর রাষ্ট্রপতির সফর যাতে সফল হয় সেই জন্য মায়ের কাছে প্রার্থনা করি।'
প্রসঙ্গত, শিবরাত্রিতে ভক্তিভরে সব আচার অনুষ্ঠান মেনে ব্রত করলে শিবঠাকুর সন্তষ্ট হন। প্রতিবছর অসংখ্য পূর্ণ্যার্থী ভক্তি ভরে এই দিনটি পালন করে থাকেন। হিন্দু পুরাণ অনুসারে মহাশিবরাত্রি পালন করলে রজোঃগুণ এবং তমঃগুণ নিয়ন্ত্রনে থাকে। যখন একজন পূর্ণ্যার্থী ভক্তি ভরে এই দিনটি পালন করেন, শিবের চরণতলে বসে তাঁর নামগান করে কাটান, তখন মন থেকে সকল রাগ, হিংসা, পাপ মুছে গিয়ে নির্মল হয়ে ওঠে। আর যখন সারা রাত শিবের পুজা অর্চনা করে কাটান, তখন তমোঃগুণের সকল খারাপ প্রভাবকে জয় করতে সক্ষম হন। এদিন প্রতি তিনঘন্টা অন্তর শিবপুজো করলে শিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রত সম্পূর্ণ হয়। শিবভক্তদের কাছে মহাশিবরাত্রির উপবাস অত্যন্ত পবিত্র। এমনকি অশ্বমেধ যজ্ঞ করলে পূণ্য অর্জন হয় বলে হিন্দু ধর্মের বিশ্বাস। শিবরাত্রির সমস্ত নিয়ম আচার ব্যবহার করে যিনি ভক্তিভরে শিবের নাম নেবেন, তার সারা জীবন সুখ-সমৃদ্ধিতে কাটবে।