সংক্ষিপ্ত
- আগামী দিনে কাজের সুযোগ বাংলায়
- রাজ্যে তিন হাজার কোটি টাকার বিনিয়োগ
- কর্মসংস্থানের সুযোগ রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী
- বিনিয়োগ নিয়ে বললেন মমতা?
বাংলায় আগামী দিনের কাজের বড় সুযোগ রয়েছে বলে আশা প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্ন থেকে ইনফোকম এর অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে মুখ্যমন্ত্রী বলেন, ''আগামী দিনে পশ্চিমবাংলায় বিনিয়োগ করার জন্য অনেকেই যোগাযোগ করেছেন, ৩ হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব রয়েছে পশ্চিমবাংলায়''। সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ''আগামী বছরের জুলাই মাসে রাজ্যে উইপ্রোর আদলে তথ্যপ্রযুক্তি কেন্দ্র গড়ে তুলতে চলেছে ইনফোসিস''। সেখানে তরুণ যুবক যুবতীদের কর্মসংস্থান হবে জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-'আমি বাংলার সন্তান, ভারতের সন্তান, এটাই আমার পরিচিতি', নীরবতা ভেঙে মন্তব্য শুভেন্দুর
শিল্পপতিদের উদ্দেশ্য মুখ্যমন্ত্রী বলেন, ''যারা বাংলায় শিল্প স্থাপন করতে চান তাদের সব রকম ভাবে সাহায্য করা হবে। আমাদের রাজ্যে শিল্প স্থাপনের ক্ষেত্রে জমি, নীতি, পদ্ধতি সবকিছু আছে তাই দিয়ে শিল্প সংস্থাকে আমরা সব রকম সাহায্য করবো''।
আরও পড়ুন-'তৃণমূলের বুড়ো খোকাদের কথা শুনছে না যুবরা', শুভেন্দু নিয়ে সৌগতকে খোঁচা দিলীপের
লকডাউন পর্বে রাজ্যের সাফল্যের পরিসংখ্যান এদিনের বৈঠকে তুলে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেন, ''আমাদের রাজ্যে জিডিপি রেট বৃদ্ধি পেয়েছে। আমরা ই গভর্নেন্স, স্কিল সহ একাধিক ক্ষেত্রে দেশে এক নম্বরে আছি। সঙ্গে মমতা বলেন, টিসিএস তাদের নতুন ক্যাম্পাস তৈরি করছে রাজ্যে। রাজ্যে তৈরি হচ্ছে ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং পার্ক, জাপানের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে উৎকর্ষ কেন্দ্র। রাজ্যে ইতিমধ্যেই ৬৫ টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পঁচিশটি ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার তৈরি করা হয়েছে''। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় কেবল রাজ্যের শিল্প স্থাপনের ক্ষেত্রে রাজ্যের সাফল্যের পরিসংখ্যান তুলে ধরেছেন এমন নয়, আগামী দিনে যারা রাজ্যে শিল্প স্থাপন করতে চান তাদের সব রকমভাবে সাহায্য করার ভরসা যুগিয়েছেন।