সংক্ষিপ্ত

  •  পুজোর আগে রবিবারেও মেট্রো চালু পরিকল্পনা 
  • আগামী রবিবার থেকে সেটা চালুর চেষ্টা চলছে 
  •  সকাল ৮ টার বদলে সাড়ে ৭ টায় পরিষেবা চালু নিয়ে কথা চলছে 
  • এছাড়াও ই-পাস নিয়েও রয়েছে পরিবর্তনের ভাবনা

 পুজোর আগে এবার রবিবারেও মেট্রো চালু পরিকল্পনা নিয়েছে কলকাতা মেট্রো। আগামী রবিবার থেকে সেটা চালুর চেষ্টা চলছে। তাই ব্য়স্ত সময়ে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণ করতে সকাল ৮ টার বদলে সাড়ে ৭ টায় পরিষেবা চালু নিয়ে কথা চলছে।

আরও পড়ুন, পুজোর আগেই গঙ্গা বক্ষে ভ্রমণ শুরু, ৯০ মিনিটের নস্টালজিয়া মাত্র ৩৯ টাকায়


এদিকে সোমবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ল। গত শনিবার ছুটির দিন হওয়া সত্বেও কলকাতা মেট্রোয় যাত্রীর সংখ্যা ছিল ৩৬ হাজারেরও বেশি। তাই ভিড় নিয়ন্ত্রণে রাতের পরিষেবা সাড়ে ৭ টায় করে দেওয়া হয়েছে। এছাড়াও ই-পাস নিয়েও রয়েছে পরিবর্তনের ভাবনা। মেট্রো অপারেশনের সঙ্গে যুক্ত এক আধিকারিক জানিয়েছেন, 'পুজো যতো এগিয়ে আসবে, সপ্তাহ শেষে মেট্রোয় ভীড় বাড়বে। তাই রবিবার পরিষেবা চালু হলে যাত্রীদের ভোগান্তি কমবে।'

আরও পড়ুন, ভিসা ছাড়াই বিশ্ব-ভ্রমণ, বহাল তবিয়তে এই ১৬ টি দেশে ঘুরে আসতে পারবেন ভারতীয়রা, দেখুন ছবি

 

অপরদিকে, ই-পাস প্রস্তুতকারী সংস্থার কর্ণধার  সফটওয়ার ডেভলপার সঞ্জয় চট্টোপাধ্যায় জানিয়েছেন, এখন ই-পাসের স্লটে ১ ঘন্টার সময় দেওয়া হয়েছে। এটা ৪৫ মিনিটে নামিয়ে আনলে সকালে ও বিকালে  চার ঘন্টায় ৪ টের পরিবর্তে ৫ টি স্লট বের করা সম্ভব হবে।  

 আরও পড়ুন, যৌন জীবনে কমে দ্বিতীয়বার হার্ট অ্যাটাকের প্রবণতা, বলছে প্রায় ৫০০ কাপলের সার্ভে রিপোর্ট

 

      

 

কলকাতায় একদিনে করোনায় মৃত্যুর সংখ্যা আচমকাই বাড়ল, আক্রান্তে শীর্ষে উত্তর ২৪ পরগণা

হেরেই খুশি বাকিরা, করোনায় সবাই পিছনে ফেলে এগিয়ে কলকাতা-উত্তর ২৪ পরগণা

বিষম খেয়ে শিশু মৃত্যু, হাসপাতালকে জরিমানা কমিশনের, কোভিড-ক্রাইমে ফের অভিযুক্ত ডিসান

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন