ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা বাড়াতে উদ্যোগী সরকার এই কোভিড হাসপাতালে থাকবে ৫০৭ টি এইচডিইউ বেড ভর্তি থাকা যক্ষার রোগীকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে উল্লেখ্য,সংক্রমণ বৃদ্ধিতে এখনও শীর্ষে রয়েছে কলকাতা
শুভজিৎ পুততুন্ডঃ- কলকাতা সহ রাজ্যে আক্রান্তের সংখ্য়া বেড়ে চলেছে। এদিকে সামাল দেওয়া যাচ্ছে কোভিড হাসপাতালের বেডের সংখ্যা দিয়ে। করোনা রোগীদের বেডের ঘাটতি মেটাতে কলকাতার আরও একটি হাসপাতালকে কোভিড হাসপাতালে পরিণত করার সিদ্ধান্ত রাজ্য সরকারের।
আরও পড়ুন, গলা ব্যথা নিয়ে নারকেলবাগানের ষষ্ঠ শ্রেণীর ছাত্রের মৃত্যু, কাঠগড়ায় ILS হাসপাতাল
ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার
যাদবপুরের কে এস রায় টিবি হাসপাতালে তৈরি হবে ১৩০ বেডের কোভিড হাসপাতাল। থাকবে ৫০টি এইচডিইউ বেড। যাদবপুরের ওই যক্ষ্মা হাসপাতালে ভর্তি ছিলেন ২১ জন রোগী। হাসপাতাল খালি করার পাশাপাশি, কয়েকজনকে অন্য যক্ষা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও, ক্রিটিক্যাল কেয়ার বেডের সংখ্যা বাড়াতে উদ্যোগী রাজ্য সরকার। গোটা রাজ্যে কোভিড হাসপাতালে ৫০৭টি এইচডিইউ বেড তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন, 'স্টেশনে যাত্রী ওঠানামা বন্ধের নির্দেশ দিতে হবে', লোকাল ট্রেন চালুর আগেই মামলা হাইকোর্টে
করোনায় এখনও শীর্ষে কলকাতা
প্রসঙ্গত, রাজ্যের অন্যান্য জেলার তুলনায় দৈনিক সংক্রমণ বৃদ্ধিতে এখনও শীর্ষে রয়েছে কলকাতা। সেদিক দিক থেকে বেড সংখ্যা বেড়ে ভরসা বাড়াবে যাদবপুরের এই হাসপাতাল। এদিকে শনিবার রাত পর্যন্ত রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্য়া ৩ হাজার ৯২৮ জন। এদিন পর্যন্ত নতুন করে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এখনও পর্যন্ত এ রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৭ হাজার ২৩৫ জন।
আরও পড়ুন, রবিবার সাতসকালে সল্টলেকে বিভিন্ন বাজারে EB-র হানা, দাম বেশি নেওয়ার অভিযোগ
