সংক্ষিপ্ত
- সামনেই কলকাতা পুরসভা নির্বাচন
- তার আগে নতুন নিয়োগ কেএমসি-তে
- পরিষেবার কাজে স্বাস্থ্য বিভাগে সুযোগ
- খালি পড়ে রয়েছে প্রায় ৩৫০০ পদ
কলকাতা পুরসভা নির্বাচনের আগেই স্বাস্থ্য বিভাগে নতুন নিয়োগ করবে কেএমসি৷ এরা ওই বিভাগের পরিষেবা সরবরাহের তদারকি করবেন৷ তবে কবে এই নিয়োগ হবে তা জানা যায়নি৷ সূত্রের খবর, কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন বা কেএমসি-র পরিষেবামূলক কাজের তদারকির জন্য বেশ কয়েকজনকে নতুন নিয়োগ করা হবে৷
আরও পড়ুন, চাকরি দেওয়ার নামে মিথ্য়ে প্রতিশ্রুতি, প্রতারণায় নাম জুড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রীর
সূত্রের খবর, সহকারী ম্যানেজার পদে (স্বাস্থ্য) ১৩ টি এবং স্বাস্থ্য তত্ত্বাবধায়কের পদে ১২ টি পদে শীঘ্রই নিয়োগ হবে৷ এছাড়া স্বাস্থ্য তত্ত্বাবধায়করা প্রধান স্বাস্থ্য আধিকারিকের অধীনে বরো এবং ওয়ার্ড স্তরের প্রশাসনের সার্বিক দায়িত্বে থাকবেন৷ এর আগেও কলকাতা পুরসভায় ১৩০০ শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ সেবার মেয়র ফিরহাদ হাকিম এমনটাই জানিয়েছিলেন৷ অগ্রাধিকারের ভিত্তিতে নিয়োগের কথা বলা হয়েছিল৷
আরও পড়ুন, প্রজাতন্ত্র দিবসে সিএএ বিরোধী আন্দোলন, কড়া নিরাপত্তা কলকাতায়
পুরসভা সূত্রে জানা গিয়েছে, কলকাতা শহরকে আরও পরিচ্ছন্ন করতে মেয়র ফিরহাদ হাকিমকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কাজে নেমেই ধাক্কা খেতে হয় নতুন মেয়রকে। কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগে দীর্ঘদিন নিয়োগ না হওয়ায় খালি পড়ে রয়েছে প্রায় ৩৫০০ পদ। সেই পদে সরাসরি দ্রুত নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে পুর বোর্ড। কলকাতাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণ বিভাগের শ্রমিকরা। বুধবার মেয়র জানিয়েছেন, নিয়োগ না অবধি চুক্তিবদ্ধ কর্মীদের দিয়ে কাজ চালানো হবে।