সংক্ষিপ্ত

  • সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেন
  • অফিস টাইমে যাওয়া ও ফেরার সময় বাড়তি ট্রেন 
  •  ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে  দক্ষিণ-পূর্ব রেলও 
  • লেডিজ স্পেশাল বা মাতৃভূমি চালাতে রাজি নয় রেল 


সোমবার থেকেই শিয়ালদহ ডিভিশনে বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা। শিয়ালদহ উত্তর, দক্ষিণ, মেন শাখায় বাড়ছে ট্রেন। সপ্তাহের প্রথম কাজের দিন থেকেই ট্রেন চলবে ৬১৩ টি। বিশেষ করে শিয়ালদহ-কৃষ্ণনগর-লালগোলা সেকশনে বাড়ানো হচ্ছে ট্রেন। 

আরও পড়ুন, করোনা ভ্য়াকসিন নিয়ে মঙ্গলবার মোদী-মমতার বৈঠক, কাঁটছাঁট মুখ্যমন্ত্রীর বাঁকুড়া কর্মসূচিতে

 

 


এখনই মাতৃভূমি চালাতে রাজি নয় রেল

শিয়ালদহ ডিভিশন সূত্রের খবর, অফিস টাইমে ট্রেনের সংখ্য়া বাড়ানো হবে। সকাল ৮ টা থেকে ১১ টা ও বিকেল ৪ টে থেকে সন্ধ্যা ৭ টা অবধি ঘন ঘন ট্রেন চালানো হবে। বিশেষ করে বড়বড় স্টেশনে ভিড়ের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এখনই লেডিজ স্পেশাল বা মাতৃভূমি চালাতে রাজি নয় রেল। আপাতত পরিষেবা বেশি ট্রেন চালিয়ে স্বাভাবিক করতে চায় রেল।

আরও পড়ুন, ' ভালবাসা সম্পূর্ণ ব্য়াক্তিগত বিষয়', 'লাভ জেহাদ' নিয়ে বিজেপিকে আক্রমণ নুসরতের

 

 

 

 

যাত্রী সংখ্যা বৃদ্ধিতে ট্রেন সংখ্যা বৃদ্ধি

অপরদিকে, দক্ষিণ-পূর্ব রেল, ৮১ টি ট্রেনের বদলে ৯৫ টি ট্রেন চালাচ্ছে। এই অতিরিক্ত ট্রেন সকাল, বিকেল অফিস টাইমে দেওয়া হয়েছে। উল্লেখ্য, ১১ নভেম্বর থেকে রাজ্য়ে শুরু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। দক্ষিণ-পূর্ব রেল আগেই সিদ্ধান্ত নিয়েছিল প্রথমে ৪০ জোড়া অর্থাৎ ৮১ টি ট্রেন তাঁরা চালাবে। তবে পরে যাত্রী সংখ্যা বৃদ্ধিতে ট্রেন সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে  দক্ষিণ-পূর্ব রেল।