সংক্ষিপ্ত
মঙ্গলবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। চলুন এবার কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, জেনে নেওয়া যাক।
মঙ্গলবার সকালে নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। উল্লেখ্য, বিশ্বের বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা কমেছে। রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের বাকি দেশগুলির নিষেধাজ্ঞা সহ অপর্যাপ্ত যোগানের চাপে অনেকটাই বেড়েছে প্রাকৃতিক গ্যাসের দাম। এদিকে দেশের বাজারে একমাসের ও বেশি সময় ধরে পেট্রোল-ডিজেলের দাম কমার নাম নেই। অগ্নিমূল্য জ্বালানী ভরাতে নাভিশ্বাস উঠতে সাধারণ মানুষের। পেট্রোলের পাশাপাশি বেশ কিছু শহরে ডিজেলের দর সেঞ্চুরি হাঁকিয়েছে।এহেন পরিস্থিতিতে এদিন নতুন মূল্য ধার্য করল সরকারি তেল সংস্থা। চলুন এবার কলকাতা-দিল্লি সহ দেশের বাকি শহরগুলিতে পেট্রোল-ডিজেলের দাম কত, জেনে নেওয়া যাক।
এদিন কলকাতায় পেট্রোলের প্রতি লিটারের দাম ১১৫ টাকা ১২ পয়সা। পাশাপাশি প্রতি লিটার ডিজেলের দাম দাঁড়িয়েছে ৯৯ টাকা ৮৩ পয়সা।
রাজধানী দিল্লিতে বেড়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০৫ টাকা ৪১ পয়সা। এবং ডিজেলের দাম ৯৬ টাকা ৬৭ পয়সা হয়েছে।
মুম্বই লিটার প্রতি পেট্রোল ১২০ টাকা ৫১ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০৪ টাকা ৭৭ পয়সা দাঁড়িয়েছে।
চেন্নাইয়ে লিটার প্রতি পেট্রোলে দাম ১১০ টাকা ৮৫ পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ১০০ টাকা ৯৪ পয়সা দাঁড়িয়েছে।
বেঙ্গালুরুতে লিটার প্রতি পেট্রোলে দাম ১১১ টাকা ৯পয়সা দাঁড়িয়েছে। এবং লিটার প্রতি ডিজেলের দাম ৯৪ টাকা ৭৯ পয়সা দাঁড়িয়েছে।
প্রসঙ্গত, একুশ সালে দেশের সাধারণ মানুষকে দীপাবলির উপহার দেন নরেন্দ্র মোদী। লিটার প্রতি পেট্রোলে ৫ টাকা এবং ডিজেলে ১০ টাকা শুল্ক কমায় কেন্দ্র। কিন্তু সেই সুবিধা পায়নি বাংলার বাসিন্দারা। কলকাতা সহ দেশের অধিকাংশ শহরেই পেট্রোলের দাম সেঞ্চুরি হাঁকিয়েছে। ১০০ পথে ডিজেলও অনেক জায়গায়। ইতিমধ্যেই সতেরো দিনে ইতিমধ্যেই ১৪ বার দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের। নতুন করে লাফিয়ে বাড়ার পর ফের পেট্রোল-ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। ৭ এপ্রিল থেকে ১৭ মে টানা পেট্রোল-ডিজেলের দাম স্থির রয়েছে।
আরও পড়ুন, আজও বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণ কলকাতা-সহ বঙ্গে ? তুমুল বৃষ্টির সম্ভাবনা উত্তর-পূর্ব ভারতে
অপরদিকে, পরিবহণে জ্বালানী বৃদ্ধির সঙ্গে, আগুন লেগেছে রান্নার গ্যাসের দামেও। মধ্যবিত্তের নাভিশ্বাস বাড়িয়ে ফের ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। একলাফেই ১০০০ টাকার গন্ডি পার করল এলপিজি গ্যাস। কলকাতায় ১৪.২ কেজি ভর্তুকিহীন গ্যাস কিনতে এবার দিতে হবে ১০২৬ টাকা। গ্যাসের দাম বাড়তেই মধ্যবিত্তের ফের নাভিশ্বাস হবার জোগাড়। মার্চ থেকে এপ্রিল ডিজেলের দাম ৯.৭ শতাংশ বেড়েছে। ফলে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। পেট্রোলের দাম বেড়েছে ৮.৯ শতাংশ। গত এক বছরে পেট্রোলের দাম ১৬ শতাংশের বেশি, ডিজেলের দাম ১৯ শতাংশেরও বেশি এং রান্নার গ্যাস ১৭ শতাংশেরও বেশি বেড়েছে।
আরও পড়ুন, 'সমস্যার সমাধান না হলে বলে দেব', নাড্ডা-সাক্ষাতের দিন কীসের ইঙ্গিত অর্জুনের
আরও পড়ুন, বিজেপি নেতা অভিজিৎ খুনের জের, তৃণমূল বিধায়ক পরেশ পাল-সহ ২ জনকে তলব করল সিবিআই