সংক্ষিপ্ত
- মহাষষ্ঠীতে ভারচুয়াল মাতৃবন্দনা করবেন মোদি
- আর তারপর সেখান থেকে দেবেন ভার্চুয়ালে ভাষণ
- প্রধান মন্ত্রীর আবাসনে গান গাইতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়
- মোদির ভাষণের পাশাপাশি ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচও মঞ্চস্থ হবে
কেন্দ্রীয় প্রতিষ্ঠান ইজেডসিসি অর্থাৎ ইস্ট্রান জোনাল কালচারাল সেন্টারের সঙ্গে এবার সরাসরি যুক্ত বিজেপি। আর সেই সল্টলেকের ইজেডসিসিতেই ধুতি-পাঞ্জাবি পরে মহাষষ্ঠীতে ভারচুয়াল মাতৃবন্দনা করবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আরও পড়ুন, পুজোর প্য়ান্ডেলে নোডাল অফিসার লালবাজারের, কোভিড বিধি মানলেই সেরার পুরষ্কার
রাজ্য বিজেপি সূত্রে খবর, মহাষষ্ঠীর সকালে দিল্লিতে নিজের বাসভবন থেকে বাংলার মানুষকে শুভেচ্ছা জানাবেন প্রধানমন্ত্রী। একবারে বাঙালিয়ানায় ধুতি-পাঞ্জাবি পরে বাসভবনে বসেই ভার্চুয়ালে মাতৃবন্দনা সারবেন প্রধানমন্ত্রী। আর তারপর সেখান থেকে দেবেন ভার্চুয়ালে ভাষণ। এখানেই শেষ নয় প্রধান মন্ত্রীর আবাসনে গান গাইতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। পুরো অনুষ্ঠানটি দলের তরফে সোশ্যাল মিডিয়ায় সম্প্রচার হবে।
আরও পড়ুন, পড়ে গেল পুজোর ছুটি সরকারি অফিসে, আজ থেকে টানা ১৬ দিন দেদার মজা বাঙালির
উল্লেখ্য, সল্টলেকের ইজেডসিসিতে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে বৈঠক করেন কৈলাশ বিজয়বর্গীয়, জয়প্রকাশ মজুমদার, সবসাচী দত্তর মতো হেভিওয়েট নেতৃস্থানীয়রা। জানা গিয়েছে, পুজোর ৪ দিন বিরাট করে হবে সাংষ্কৃতিক অনুষ্ঠান। মোদির ভাষণের পাশাপাশি ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচও মঞ্চস্থ হবে। থাকবে ১০ জন মহিলা এবং ১০ পুরুষ ঢাকির দল।