সংক্ষিপ্ত

কোভিড আবহে বেহালা পর্ণশ্রী কলেজের ফি মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভে ছাত্র-ছাত্রীরা।   ছাত্র-ছাত্রীদের অভিযোগ, 'কলেজের প্রিন্সিপাল ছাত্র-ছাত্রীদের বলছেন, কারও বাবা-মা যদি করোনায় মারা যায়, তবেই ফি মুকুব করা হবে।'


কোভিড আবহে বেহালা কলেজের ফি মুকুবের দাবিতে অবস্থান বিক্ষোভে ছাত্র-ছাত্রীরা।  অভিযোগ, কোভিড  পরিস্থিতি ও দীর্ঘ লকডাউনের জেরে অধিকাংশ ক্ষেত্রেই ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা কাজ হারিয়েছে। অনেকেরই রোজগার প্রায় শূণ্যের পথে। এহেন পরিস্থিতিতে ফি মুকুবের দাবিতে শুক্রবার বিক্ষোভ দেখায় বেহালা পর্ণশ্রী কলেজের ছাত্র-ছাত্রীরা।

 

 

আরও পড়ুন, WB By Poll: কী কারণে আটকে ভোট, উপনির্বাচন চেয়ে কমিশনের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

ভয়াবহ অতিমারিতে অনেকেই কোভিড জয়ী। তবে দীর্ঘ সময় ধরে চলা কোভিড পরিস্থিতির জেরে অনেকেই কাজ হারিয়েছে। এদিকে কীভাবে পেট চলবে, চিন্তায় চিন্তায় ঘুম উড়েছে বহু  অভিভাবকের। তাসত্ত্বেও বেহালা পর্ণশ্রী কলেজে কর্তৃপক্ষ কোনওরকম কলেজ ফি মুকুব করছে না বলে অভিযোগ। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, 'কলেজের প্রিন্সিপাল ছাত্র-ছাত্রীদের বলছেন, কারও বাবা-মা যদি করোনায় মারা যায়, তবেই ফি মুকুব করা হবে।' এখানেই শেষ নয়, ছাত্র-ছাত্রীদের আরও অভিযোগ , 'প্রিন্সিপাল বলেছেন  বেহালা পর্ণশ্রী কলেজ থেকে ৫০ শতাংশ টাকা সরকারকে দিতে হয়। তাই কোনও ফি মুকুব করা যাবে না।' ছাত্রছাত্রীর দাবি, 'কোভিড পরিস্থিতিতে কলেজের সকল সেমেস্টারের সকল ফি মুকুব করতে হবে কলেজ কর্তৃপক্ষকে। তাঁদের থেকে জোর করে এভাবে অস্বাভাবিক হারে সেমেস্টার ফি নেওয়া কখনই মেনে নেওয়া যাবে না।' 

"

আরও পড়ুন, Post Poll Violence: সিটের প্রধান হলেন হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি চেল্লুর
এরপরেই শুক্রবার সকালে বেলা থেকেই কলেজের সামনে বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা। এদিন বেহালার ওই কলেজে  প্রিন্সিপালকে ঢুকতে বাধা দেওয়া হয়। কলেজের গেটের সামনে প্রিন্সিপালকে দাঁড় করিয়ে রেখে  বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা।   প্রিন্সিপাল প্রশ্ন তুলেছেন,'আমাকে এখানে এভাবে দাঁড় করিয়ে রেখে কথা বলবে সবাই।' সেই একজন অভিভাবক গুরুতর অভিযোগ তুলে বলেছেন, 'না ম্যাডাম সেটা আমাদের উদ্দেশ্য নয়। তবে আপনি একজন ছাত্রকে স্বাস্থ্য সাথী এবং স্টুডেন্ট ক্রেডিট কার্ড হয়েছে নাকি জিজ্ঞেস করেছেন। সেটা ছাত্রের পরিবার বুঝবে। আপনি এই কথাটা বলতে পারেন না' বলে প্রতিবাদ করেন ওই অভিভাবক। যদিও এদিন মূল বিষয় নিয়ে কোনওরকম প্রতিক্রিয়া দিতে চাননি অধ্যক্ষ শর্মিলা মিত্র।

  আরও পড়ুন, ভাইরাসের ভয় নেই তেমন এখানে, ঘুরে আসুন ভুটানে  

আরও দেখুন, মাছ ধরতে ভালবাসেন, বেরিয়ে পড়ুন কলকাতার কাছেই এই ঠিকানায়  

আরও পড়ুন, রাজ্য়ের সর্বনিম্ন সংক্রমণ এই জেলায়, বৃষ্টিতে হারাতেই পারেন পুরুলিয়ার পাহাড়ে

আরও দেখুন, বৃষ্টিতে বিরিয়ানি থেকে তন্দুরি, রইল কলকাতার সেরা খাবারের ঠিকানার হদিশ  

আরও দেখুন, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গা, থাকল ছবি সহ ঠিকানা 

আরও পড়ুন, বনগাঁ লোকাল নয়, জাপানে ঠেলা মেরে ট্রেনে তোলে প্রোফেশনাল পুশার, রইল পৃথিবীর আজব কাজের হদিস 

 

YouTube video player