সংক্ষিপ্ত
সকাল থেকেই ভোটের ময়দানে দেখা গিয়েছিল ফিরহাদকে। ভবানীপুরের একাধিক জায়গায় ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। আর ঠিক তারপরই টুইট করেন। তার কিছুক্ষণের মধ্যেই ভোটদানের আরজি জানিয়ে টুইট করতে দেখা যায় সুব্রত মুখোপাধ্যায়কেও।
ভোটারদের আরজি জানিয়ে সকালে টুইট (Tweet) করেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim) ও সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee)। এনিয়ে ভোটের দিনও মমতার হয়ে প্রচার করার অভিযোগ তোলা হয়েছে তাঁদের বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ছবি পোস্ট করে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে বিজেপি। আর এই ঘটনা শুধু অভিযোগ তোলাতেই সীমাবদ্ধ ছিল না। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে নালিশও জানানো হয়েছে। এরপরই তাঁর টুইটার প্রোফাইল হ্যাক করা হয়েছে বলে শেক্সপিয়র সরণি থানার দ্বারস্থ হয়েছেন সুব্রত।
উপনির্বাচনের দিন ঘোষণা হওয়ার পরই তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ময়দানে নেমে পড়েছিলেন ফিরহাদ ও সুব্রত। ভবানীপুরের অলিতে গলিতে প্রচার করেছিলেন ফিরহাদ। এমনকী, প্রচারের জন্য বাড়িতে গিয়েও স্থানীয়দের সঙ্গে কথা বলেছিলেন। আজ সকালেও তার অন্যথা হয়নি। সকাল থেকেই ভোটের ময়দানে দেখা গিয়েছিল ফিরহাদকে। ভবানীপুরের একাধিক জায়গায় ঘুরতে দেখা গিয়েছিল তাঁকে। আর ঠিক তারপরই টুইট করেন। লেখেন, "ভাবানীপুরের সবার কাছে অনুরোধ আজ উন্নয়নের জন্য ও সমান অধিকারের পক্ষে ভোট দিন।"
আরও পড়ুন- খালসা হাইস্কুলে ভুয়ো ভোটার, অভিযুক্তের পিছনে 'চোর চোর' বলে দৌড় প্রিয়াঙ্কার
তার কিছুক্ষণের মধ্যেই ভোটদানের আরজি জানিয়ে টুইট করতে দেখা যায় সুব্রত মুখোপাধ্যায়কেও। এই দুটি টুইট ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের নজর এড়ায়নি। ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জানান তিনি। দ্বারস্থ হন নির্বাচন কমিশনের। ফিরহাদ হাকিম এবং সুব্রত মুখোপাধ্যায়কে নজরবন্দি করার অভিযোগ জানান। যদিও তৃণমূলের বিরুদ্ধে ওঠা বিজেপির ২৩টি অভিযোগই খারিজ করে দেয় নির্বাচন কমিশন।
এই টুইট প্রসঙ্গে ফিরহাদ বলেন, "আমরা কোনও প্রার্থীর নাম করে টুইট করিনি। পেন-কলম আছে অভিযোগ জানাবে। চিঠি পেলে জবাব দেব। সকাল থেকে অমিত মালব্য টুইট করছেন, তাঁকে কিছু বলছেন না কেন?" যদিও এক্ষেত্রে সুব্রত জানান, এই টুইট তিনি করেননি। তাঁর দাবি, তিনি টুইট করতেই জানেন না। কারা করেছে তাও জানা নেই। পুলিশকে ফোনটা দিয়ে তিনি অভিযোগ জানাবেন বলে স্পষ্ট করেন। কে এমন ভুয়ো টুইট করেছে, তা তিনি জানেন না। এরপরই এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে শেক্সপিয়র সরণি থানার দ্বারস্থ হন তিনি।
আরও পড়ুন- ভবানীপুর জয়লাভ হলে ভারত জয় নিশ্চিত, মমতার মঙ্গলকামনায় যজ্ঞের আয়োজন পুরুলিয়ায়
ভবানীপুরের পাশাপাশি আজ বিধানসভা নির্বাচন ছিল মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও। সেখানে দোগাছি গ্রাম পঞ্চায়েতে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূল প্রার্থী আমিরুল ইসলামের বিরুদ্ধে। অভিযোগ, ভোটারদের কাছে গিয়ে জোড়াফুল ও লক্ষ্মীর ভাণ্ডারে ভোট দেওয়ার আরজি জানান তিনি। যদিও গোটা বিষয়টি অস্বীকার করেছে তৃণমূল।