সংক্ষিপ্ত
ফিরহাদ বলেন, "এখন শুভেন্দু হচ্ছে একমাত্র বিজেপি নেতা, যে ঘুরে বেড়াচ্ছে। বাকি সব ঘরে ঢুকে আছে। তাই তাঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তবে বেশি দিন বিজেপিতে থাকবে না শুভেন্দু অধিকারী। অনেক বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চাইছেন। এরপর তো বিজেপি দল ফাঁকা হয়ে যাবে। তখন শুভেন্দু কী করবে?"
'শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বেশি দিন বিজেপি-তে (BJP) থাকবে না।' রাজ্যের বিরোধী দলনেতার নিরাপত্তা বাড়ানো নিয়ে শনিবার এই বিতর্কিত মন্তব্য করেন রাজ্যের পরিবহন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। আর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা। তবে এটাই প্রথমবার নয়, এর আগে শুভেন্দুকে 'মিস' করছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। আর এবার তাঁর মন্তব্য শুভেন্দুর দলবদলের (Suvendu Party Change) জল্পনাকে উস্কে দিয়েছে।
কী বলেছেন ফিরহাদ
শনিবার বিকেলে কলকাতা পুরনিগমে (Kolkata Municipal ) সাংবাদিক বৈঠকে ফিরহাদ বলেন, "এখন শুভেন্দু হচ্ছে একমাত্র বিজেপি নেতা (BJP Leader), যে ঘুরে বেড়াচ্ছে। বাকি সব ঘরে ঢুকে আছে। তাই তাঁর নিরাপত্তা বাড়ানো হচ্ছে। তবে বেশি দিন বিজেপিতে থাকবে না শুভেন্দু অধিকারী। অনেক বিজেপি বিধায়ক আমাদের দলে আসতে চাইছেন। এরপর তো বিজেপি দল ফাঁকা হয়ে যাবে। তখন শুভেন্দু কী করবে?"
'শুভেন্দুকে মিস করি'
তবে শুভেন্দুকে নিয়ে এই ধরনের মন্তব্য আগেও শোনা গিয়েছে একাধিক তৃণমূল নেতার মুখে। কুণাল ঘোষ থেকে শুরু করে সব্যসাচী দত্তের মতো নেতারা আগেই এই নিয়ে জল্পনা ছড়িয়েছিলেন। আর এবার সেই জল্পনাকে আরও বাড়িয়ে দিলেন ফিরহাদ। কয়েকদিন আগে শুভেন্দুকে 'মিস' করছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। বলেছিলেন, "আজও মিস করি শোভন-শুভেন্দুকে। ও (শুভেন্দু) কেন দল ছেড়ে গেল তা নিয়ে আমার নিজেরও প্রশ্ন আছে। আমার নিজের কাছেও উত্তর নেই তার। কী পেল গিয়ে? গান্ধীবাদ ছেড়ে গডসেবাদ করা যায় না। মানুষের কাছে বিশ্বাস যোগ্যতাই নষ্ট হয় শুধু।"
আরও পড়ুন- শোভন-শুভেন্দুকে আজও খুবই মিস করেন, নস্টালজিয়ায় ভেসে জানালেন ফিরহাদ
দল বদলের জল্পনা উড়িয়ে দেন শুভেন্দু
উল্লেখ্য, সম্প্রতি বিক্ষোভের মুখে পড়েছিলেন শুভেন্দু। সেই কারণেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। শনিবার সেই বিষয়টি নিয়েই প্রশ্ন করা হয়েছিল ফিরহাদ হাকিমকে। সেই প্রেক্ষিতেই শুভেন্দুর দল বদলের জল্পনাকে উস্কে দিয়ে মন্তব্য করেছেন তিনি। যদিও কিছুদিন আগেই টুইট করে এই জল্পনা উড়িয়ে দিয়েছিলেন শুভেন্দু নিজেই। তিনি বলেছিলেন, "যে ধরনের খবর ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়ো। দল বদলানোর বা তৃণমূলে ফেরার কোনও ভাবনাই নেই।" তারপরও তৃণমূল নেতারা মনে করছেন, বিজেপির বর্তমানে যা অবস্থা, যেভাবে সব জায়গায় দল পর্যদুস্ত হচ্ছে, হারের সম্মুখীন হতে হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু আর বেশিদিন বিজেপিতে টিকতে পারবেন না। আর সেই কথাই বার বার ফিরে আসছে তৃণমূল নেতাদের মুখে।
আরও পড়ুন- 'সোনার বাংলা' গড়তে তৃণমূলের বহিষ্কৃতদের বিজেপিতে আহ্বান সৌমিত্রর
এদিকে আজ পুরভোটের প্রচারের সময় তৃণমূলের বহিষ্কৃত নেতাদের বিজেপিতে (BJP) যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (Soumitra Khan)। তা নিয়েও বিজেপিকে একহাত নিয়েছেন ফিরহাদ। তিনি বলেন, "তারা তো ভিখিরি, তাই তো বলছে যে তৃণমূল থেকে বিজেপিতে চলে আসতে। তারা দেউলিয়া হয়ে গিয়েছে। তাই তৃণমূলের বিক্ষুব্ধদের নিয়ে কথা বলছে।"