সংক্ষিপ্ত

  • ফের পিছিয়ে যেতে চলেছে দক্ষিণেশ্বর মেট্রো চালুর দিন 
  • সোমবার মেট্রো রেল সূত্রে জানা গেছে এই তথ্য 
  •  করোনার কারণে সিগনালিং সিস্টেমের কাজ সময়ে শেষ করা সম্ভব হয়নি 
  • সেই কারণেই  যাত্রী পরিষেবা শুরু করা সম্ভব হচ্ছে না  
     

ফের পিছিয়ে যেতে চলেছে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা শুরুর তারিখ। সোমবার মেট্রো রেল সূত্রে জানা গেছে এই তথ্য। করোনা ভাইরাসের কারণে সিগনালিং সিস্টেম এর কাজ সময়ে শেষ করা সম্ভব হয় নি। সেই কারণেই মূলত যাত্রী পরিষেবা শুরু করা সম্ভব হচ্ছে না। 

 

আরও পড়ুন, মেট্রোয় উঠে যাচ্ছে ই-পাস, দূরপাল্লার বগিতে আরামদায়ক সাইড বার্থ, জোড়া উপহার রেলের

 

 

কেন পিছিয়ে গেল সময়সীমা


মেট্রো সূত্রে খবর, সমস্ত কাজ শেষ করতে ফেব্রুয়ারি হয়ে যেতে পারে। ফলে, বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে মেট্রো পরিষেবা শুরু হচ্ছে না দক্ষিণেশ্বর পর্যন্ত। 
প্রথমে চলতি বছরের পুজোর আগেই পরিষেবা শুরু করার লক্ষমাত্রা নিয়েছিল মেট্রো। কিন্তু করোনা ভাইরাস সহ একাধিক কারণে তা পিছিয়ে যায়। পরবর্তীতে কালীপুজোর পরেই মেট্রো চালু করা হবে বলে দাবি করে মেট্রো রেল। যদিও সেটাও পিছিয়ে যায় পরবর্তীতে। 

আরও পড়ুন, বেড়িয়ে পড়ুন বড়ন্তি, কলকাতার কাছেই সেরা ৫ ঘুরতে যাওয়ার জায়গার রইল হদিশ

 

 

পরিষেবা শুরু কারা বেশি সুবিধা পাবে

এবার জানুয়ারি মাসে মেট্রো পরিষেবা শুরু করার ভাবনা রাখলেও আপাতত তা হচ্ছে। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসে বাকি থাকা কাজ সম্পূর্ন করার লক্ষমাত্রা ঠিক করা হয়েছে। দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো শুরু হলে, উত্তর ২৪ পরগনার পাশাপাশি হাওড়া এবং হুগলি জেলার মানুষেরাও উপকৃত হবে। খুব কম সময়েই তারা পৌঁছে যেতে পারবে মধ্য কিংবা দক্ষিণ কলকাতায়।

আরও পড়ুন, ঝাল মোমোয় কামড় দিতে বেরিয়ে পড়ুন দার্জিলিং, রইল কলকাতার কাছে সেরা ঘুরতে যাওয়ার ঠিকানা