সংক্ষিপ্ত
- ফের শহরে বিনা চিকিসায় মৃত্যু হল রোগীর
- অর্থপেডিকের সমস্যায় ভর্তি মেডিসিন ওয়ার্ডে
- টানা ৬ দিন বিনা চিকিৎসায় পড়ে রইলেন রোগী
- শেষ অবধি যন্ত্রনায় প্রাণ হারালেন রতন শীল
ফের শহরের সরকারি হাসপাতালে বিনা চিকিসায় মৃত্যু হল রোগীর। টানা ৬ দিন বিনা চিকিৎসায় পড়ে রইলেন রোগী। শেষ পর্যন্ত এসএসকেম হাসপাতালে যন্ত্রনায় প্রাণ হারালেন শিলিগুড়ির রতন শীল। তবে এখনও অবধি ওঠা গুরুতর অভিযোগের কোনও উত্তর দেয়নি এসএসকেম কর্তৃপক্ষ।
আরও পড়ুন, কলকাতায় আরও নেমে এল করোনা গ্রাফ, কিন্তু কমল কি কন্টেইনমেন জোন
সূত্রের খবর, ২৭ জানুয়ারির সকালে দুর্ঘটনায় আহত রোগী রতন শীলকে ভর্তি নেওয়া হয়। তাঁকে ভর্তি নেওয়া হয়। তাঁকে ভর্তি নেওয়া হয়েছিল মেডিসিন বিভাগে। সমস্যা অর্থপেডিকের। অভিযোগ উঠেছে, ২৭ থেকে ২ তারিখ অবধি বিনা চিকিৎসায় পড়ে থাকেন রতান শীল নামের ওই রোগী। এদিকে চিকিৎসকেরা আগেই বলেছেন, অর্থোপেডিকে না দিয়ে গেলে তিনি খুব দ্রুত বিকলাঙ্গ হয়ে পড়বেন। এতকিছুর পর শহরের এই সরকারি হাসপাতাল সাফ জানায় তাঁদের বিভাগে একটিও বেড খালি নেই বলে অভিযোগ।
আরও পড়ুন, আজ থেকে ডুয়ার্স সফর মমতার, মিলবে কি আদিবাসী ভোট
প্রশ্ন উঠেছে, অর্থপেডিকের সমস্যা নিয়ে কেন একজন রোগীকে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হল। পেলভিসের এবং হার্ট সিএজি ভাঙা সহ একাধিক সমস্যা থাকা সত্বেও তাঁকে ট্রমা কেয়ারে না নিয়ে গিয়ে মেডিসিন বিভাগে কেন ফেলে রাখা হল, প্রশ্ন উঠলেও কোনও প্রতিক্রিয়া জানায়নি এসএসকেম হাসপাতাল কর্তৃপক্ষ।