সংক্ষিপ্ত
- মুক্ত জল হাওয়ার ছবিটা দ্রুত বদলাচ্ছে।
- এবার গোরক্ষকদের রোষের মুখে পড়তে হল বিফ ফেস্টিভ্যলের আয়োজ।
কলকাতা দেখেছে, রাস্তার মোড়ে বুদ্ধিজীবীরা গোমাংস খাচ্ছেন সমস্ত সংস্কারকে দুয়ো দিয়ে। কলকাতার মুক্ত জল হাওয়ার ছবিটা দ্রুত বদলাচ্ছে। এবার গোরক্ষকদের রোষের মুখে পড়তে হল বিফ ফেস্টিভ্যলের আয়োজ। ক্রমাগত হুমকি ফোন পেলেন বিফ ফেস্টিভ্যলের উদ্যোক্তারা।
মাস দুয়েক আগেই এই ইভেন্টের উদ্যোক্তারা জানা অনুষ্ঠানটি তাঁরা করতে চলেছেন ১৬ জুন পিয়া সিনেমা হল লাগোয়া রেস্তোরাঁয়। পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়তেই আসতে শুরু করে উৎসাহীদের যোগদানের অনুরোধ। একই সঙ্গে আসতে শুরু করে থ্রেট কল। ইতিমধ্যে অনুষ্ঠানের দিন ও জায়গা বদলে ফেলেছেন উদ্যোক্তারা। তাতেও সুরাহা হয়নি। ২৩ জুন সদর স্ট্রিটে হোটেল লন-এ আয়োজিত এই এই অনুষ্ঠানে গোরক্ষকরা হামলার হুমকি দিচ্ছেন।
এই হুমকির মুখেই অনুষ্ঠানের নামই বদলে দেন উদ্যোক্তাদের একজন অর্জুন। তাঁর কথায়, "এক কলেজ ছাত্রর থেকে বুদ্ধি পেয়ে বিফটাকে 'বিপ' করে দিলাম। আমাদের উৎসবের নাম বিপ ফেস্টিভ্যাল। আমরা অনুষ্ঠানের রাজনীতি চাই না।"
সূত্রে খবর, মেনুতে কোনও বদল আনছে না কর্তৃপক্ষ। গো-ভোজীরা পাবেন রোস্টেড চিলি পর্ক, বিফ রোস্ট। অনুষ্ঠানে মজুত থাকবে নিরাপত্তারক্ষীরা।