সংক্ষিপ্ত

 

  • আজ হল মরশুমের  শীতলতম দিন
  • পারদ নামল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে
  • তাই স্বভাবতই খুশি কলকাতাবাসী 
  • আরও ১-২ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা
     

আজ মরশুমের  শীতলতম দিন। গত দুদিনের মধ্য়েই তাপমাত্রা ক্রমশ নেমে আজ বৃহস্পতিবার তা গিয়ে দাড়াল ১৫.৯  ডিগ্রি সেলসিয়াসে। তাই স্বভাবতই খুশি শহরবাসী। পশ্চিমি ঝঞ্জার কারণে শীত আসতে যে বাঁধা পাচ্ছিল, সেটা অনেকটাই এখন কাটিয়ে উঠেছে শহর কলকাতা।

আরও পড়ুন, তালাবন্ধ উপাচার্যের ঘর, কলকাতা বিশ্ববিদ্যালয়ে গিয়ে 'অপমানিত' রাজ্যপাল

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, বৃহস্পতিবারের শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শহরের সর্বনিম্ন তাপমাত্রার পারদ নামল  ১৫.৯  ডিগ্রি সেলসিয়াসে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫  শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৩ শতাংশ।  বেলা বাড়ার সঙ্গে তাপমাত্রা খানিকটা বেড়ে ২৩  ডিগ্রি সেলসিয়াস। আজ শহর কলকাতার আকাশ মেঘলা থাকবে। 

আরও পড়ুন, হঠাৎ দু' দিন ছুটি বিধানসভায়, সরকারের কৌশল নিয়ে অভিযোগ বিরোধীদের

আলিপুর আবহাওয়া দফতরের খবর, আগামী দু-তিন দিনের মধ্যে আরও ১-২ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। অবশ্য় তারপরেই শুক্র-শনিবারে,  তাপমাত্রার পারদ আবার কিছুটা বাড়বে। বাতাসে জলীয়বাস্প থাকার ফলে  কোথাও কোথাও হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে পরে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলে জানানো হয়েছে। তবে কনকনে ঠান্ডা পড়তে আরও কয়েক দিন লাগবে বলে।