সংক্ষিপ্ত
- শুক্রবার থেকে ফের শুরু কলকাতা-আন্দামান বিমান পরিষেবা
- সকাল ৫ টা ৫০ মিনিটে দমদম থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্য়ে পাড়ি দেবে
- করোনা বিধি মেনে চলতে হবে,মাস্ক-স্যানিটাইজার ব্য়বহার করতে হবে
- পুজোর ছুটিতে আন্দামানে ঘুরতে যাওয়ার স্বপ্ন পূরণ হতে চলেছে
করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল কলকাতা-আন্দামান বিমান পরিষেবা। আর এবার আনলক পর্বে শুক্রবার থেকে ফের শুরু হতে চলেছে কলকাতা থেকে আন্দামানের নিয়মিত বিমান পরিষেবা।তবে করোনা বিধি মেনে চলতে হবে।
আরও পড়ুন, 'সারা জীবনের সেরা পুরষ্কার', পুজোতে পরিযায়ীদের 'ভগবান' সোনু সুদ আসতে পারে কলকাতায়
পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্য়ে পাড়ি
বিমান বন্দর সূত্রে খবর, প্রতি শুক্রবার এবং সোমবার সকাল ৫ টা ৫০ মিনিটে দমদম থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্য়ে রওনা দেবে এই বিমান। আর এই খবরে পুজোর মরশুমে খুশি সকলেই। অনেকেই পুজোর ছুটিতে আন্দামানে ঘুরতে যান। আর এবার সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আপাতত ওই দুই দিন এয়ার ইন্ডিয়ার বিমান যাত্রীদের নিয়ে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্য়ে পাড়ি দেবে। তবে করোনা বিধি মেনে চলতে হবে। মাস্ক-স্যানিটাইজার ব্য়াবহার করতে হবে।
আরও পড়ুন, মহাষষ্ঠীতে বারাসাতে মোদি, রাত পেরোলেই করবেন পুজোর উদ্ধোধন
আন্দামান -শ্রীনগর এবং কলকাতা-গোয়ার নিয়মিত উড়ান পরিষেবার আবেদন
আবার অপরদিকে, এই সময় বাংলা তথা একাধিক রাজ্যে নানা বিধি সংষ্কৃতি লেগেই থাকে। তাই এই সময়টায় বাইরের মানুষের আগ্রহ থাকে এখানে আসার। ট্য়ুর অপারেটর সংস্থাগুলি দাবি এমনটাই।ট্রাভেল এজেন্ট অ্য়াসোশিয়েশন অফ ইন্ডিয়া সংগঠনের চেয়ারমন্য়ান, এয়ার ইন্ডিয়া এবং সংশ্লিষ্ট পক্ষের কাছে আন্দামান -শ্রীনগর এবং কলকাতা-গোয়ার নিয়মিত উড়ান পরিষেবার আবেদন জানিয়েছিলেন। তারপরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।