সংক্ষিপ্ত

  • স্বস্তি ফিরেছে কলকাতায়।
  • হাওয়া অফিস সুখবর দিচ্ছে।
  • এবার উইকেন্ড প্ল্যান করতে পারেন আপনি। 

কাঠফাটা গরমের দাপট থেকে মুক্তি পেয়েছে কলকাতা। গত মাসের শেষে একটানা বৃষ্টি হচ্ছিল উত্তরবঙ্গে, ভাগ্য খোলেনি উত্তরের। তবে নতুন মাসের শুরু থেকে অবস্থা বদলাতে থাকে। গত দু'দিন গোটা দক্ষিণবঙ্গেই কম বেশি বৃষ্টি হয়েছে। স্বস্তি ফিরেছে কলকাতায়। এই অবস্থায় হাওয়া অফিস সুখবর দিচ্ছে। এবার উইকেন্ড প্ল্যান করতে পারেন আপনি। 

আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২৪ ঘন্টায় মূলত দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলার উপকূলর্তী অঞ্চলে বৃষ্টি হবে। হাওড়া, হুগলিতেও সম্ভাবনা থাকবে। একই সঙ্গে জানানো হচ্ছে, তাপমাত্রাও বাড়ার কোনও সম্ভাবনা নেই।  

কলকাতা তাপমাত্রা ৩২ ডিগ্রির কাছাকাছি থাকবে। মৌসম ভবন সূত্রে জানানো হয়েছে, আগামী তারিখ নাগাদ কেরলে বর্ষা ঢুকবে। তবে কেরলে ঢোকার আগে বলা যাবে না কবে বাংলায় বর্ষার বৃষ্টি শুরু হবে।

তবে তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের কম থাকার জন্যে কলকাতাবাসীর অস্বস্তি কিছুটা কমবে, একথা হলফ করে বলা যায়। এই অবস্থায় এক্ষুনি প্ল্যান করুন উইকেন্ডটা কী ভাবে কাটাবেন।