সংক্ষিপ্ত

  • কলকাতায় মাথায় বাজ।
  • না আক্ষরিক বাজ পড়ার কোন সম্ভাবনাই নেই।
  • আর তাতেই বাড়বে দুর্গতি।

কলকাতায় মাথায় বাজ। না আক্ষরিক বাজ পড়ার কোন সম্ভাবনাই নেই। আর তাতেই বাড়বে দুর্গতি।

হাওয়া অফিস থেকে সাফ জানিয়ে দেওয়া হল, দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম। বাতাসে বজায় থাকবে ৭০ শতাংশের বেশি আপেক্ষিক আর্দ্রতা। ফলে বৃষ্টির তো দেখা মিলবেই না বরং বাড়বে অস্বস্তি।

তবে সুখবর রয়েছে বীরভূম, ঝাড়গ্রাম অঞ্চলের বাসিন্দাদের জন্যে।  এখানে বর্জ্রগর্ভ মেঘের কারণে বিকেলের পরে সামান্য বৃষ্টি হতে পারে। 

প্রসঙ্গত হাওয়া অফিসের মতে উত্তরবঙ্গের বরাত ভাল। অসমের কাছে থাকা নিম্নচাপের কারণে উত্তরবঙ্গের পাঁচটি জেলায় বৃষ্টি চলবে আগামী কয়েক দিন। ২৯ তারিখের পর থেকে আরও বাড়বে এই বৃষ্টি।

বর্ষা আসছে, তার পূর্বাভাস উত্তরবঙ্গের বৃষ্টি। এ মাসের ২৯ তারিখ ও ৩০ তারিখ নাগাদ বর্ষা আন্দামান পার করবে।