সংক্ষিপ্ত

  • সামান্য হলেও কমল আক্রান্তের সংখ্য়া
  • গতকাল আক্রান্ত হয়েছিলেন ২ ৪০৪ জন
  •  এদিন  তা কমে দাঁড়াল ২৩৪১ জনে
  •  একদিনে সর্বোচ্চ টেস্ট হয়েছে রাজ্য়ে 

সামান্য হলেও কমল আক্রান্তের সংখ্য়া। গতকাল রাজ্য়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন ২ হাজার ৪০৪ জন৷ এদিন  তা কমে দাঁড়াল ২ হাজার ৩৪১ জনে। তবে ভালো খবর,  পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ ১৬ হাজারের বেশি টেস্ট সম্ভব হয়েছে। পাশাপাশি কিছুটা হলেও কমেছে মৃতের সংখ্যা৷ বেড়েছে সুস্থ হয়ে ওঠার হার৷

রবিবার রাজ্য স্বাস্থ্য ভবনের বুলেটিনের বলছে, গত ২৪ ঘন্টায় আক্রান্ত ২ হাজার ৩৪১ জন৷ একদিনের করোনা নিয়ে মত্যুর হিসেবে কমেছে রাজ্য়ে৷ রবিবারের তথ্য অনুযায়ী,গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৪০ জনের৷ গতকাল এই সংখ্যাটা ছিল ৪২ জনে৷ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৯৭ জন৷ এই পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৭ হাজার ৭৫১ জন৷ সুস্থ হয়ে উঠার হার বেড়ে হয়েছে ৬৪.২৯ শতাংশ৷ গতকাল ছিল ৬৩.২৪ শতাংশ৷

যদিও রাজ্য়ের টেস্টের হার আরও বাড়াতে বলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রক। ইতিমধ্য়েই সে বিষয়ে রাজ্য় সরকারকে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। চিঠিতে বলা হয়েছে অবিলম্বে করোনা টেস্টের সংখ্য়া বড়াক  রাজ্য়। তাতে করোনা নিয়ন্ত্রণে অনকেটাই লাভবান হবে রাজ্য় সরকার। অন্যথায় আরও ভয়াবহ পরিস্থিতির মধ্য়ে পড়তে হবে তাদের।