টিআরপি-র রেটিং-এ হাড্ডা হাড্ডি লড়াই, সকলকে টপকে এগিয়ে গেল পরিণীতাগত সপ্তাহের টিআরপি রেটিং-এ ব্যাপক উলটপালট। পরিণীতা সকলকে টপকে এগিয়ে প্রথম স্থান দখল করেছে ৭.৮ টিআরপি নিয়ে। ফুলকি, গীতার এলএলবি, কথা, জগদ্ধাত্রী সহ অন্যান্য সিরিয়ালগুলিও রয়েছে প্রতিযোগিতায়।