সংক্ষিপ্ত

গত সপ্তাহের টিআরপি রেটিং-এ ব্যাপক উলটপালট। পরিণীতা সকলকে টপকে এগিয়ে প্রথম স্থান দখল করেছে ৭.৮ টিআরপি নিয়ে। ফুলকি, গীতার এলএলবি, কথা, জগদ্ধাত্রী সহ অন্যান্য সিরিয়ালগুলিও রয়েছে প্রতিযোগিতায়।

গত সপ্তাহের টিআরপি রেটিং-এ ব্যাপক উলটপালট। প্রকাশ্যে এল টিআরপি-র রেটিং-র তালিকা। গত সপ্তাহে হয়েছে হাড্ডা হাড্ডি লড়াই। টিআরপি-র রেটিং-র প্রথম ১০ জনের মধ্যে থাকতে কঠিন পরিশ্রম করেছেন তারকা থেকে ডিরেক্টর সকলে। আর সেই পরিশ্রমের ফলও পেলেন তাঁরা। গত সপ্তাহের রিপোর্টের থেকে একেবারে বদলে গেল এই সপ্তাহের রিপোর্ট। নতুন বছরে নতুন চমক বললেও ভুল হবে না। গত সপ্তাহে যে মেগা ছিল ২ নম্বরে সে সকলকে এগিয়ে গেল। দেখে নিন এই সপ্তাহের রিপোর্ট। নতুন বছরে মিলল নতুন টপার। এবার পরিণীতা চমক দিল সকলকে। একেবারে দখল করল প্রথম স্থান। দেখে নিন কোন সিরিয়ারে রেটিং কত।

প্রথমে স্থানে আছে পরিণীতা। এই সিরিয়ালের টিআরপি ৭.৮।

দ্বিতীয় স্থানে আছে ফুলকি। এই সিরিয়ালের টিআরপি ৭.৭।

তৃতীয় স্থানে আছে গীতার এলএলবি। এই সিরিয়ালের টিআরপি ৭.৪।

চতুর্থ স্থানে আছে কথা। এই সিরিয়ালের টিআরপি ৭.৩।

পঞ্চম স্থানে আছে জগদ্ধাত্রী। এই সিরিয়ালের টিআরপি ৭.১।

ষষ্ঠ স্থানে আছে রাঙ্গামতি তীরন্দাজ ও কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের টিআরপি ৭.০।

সপ্তম স্থানে আছে উড়ান। এই সিরিয়ালের টিআরপি ৬.৮।

অষ্টম স্থানে আছে গৃহপ্রবেশ। এই সিরিয়ালের টিআরপি ৬.১।

নবম স্থানে আছে শুভবিবাহ। এই সিরিয়ালের টিআরপি ৬.০।

দশম স্থানে আছে মিত্তির বাড়ি ও আনন্দী এবং তেঁতুলপাতা। এই সিরিয়ালের টিআরপি ৫.৭।

গত সপ্তাহের রিপোর্টে প্রথমে স্থানে আছে পরিণীতা। দ্বিতীয় স্থানে আছে ফুলকি। তৃতীয় স্থানে আছে গীতার এলএলবি। এই দশ সেরা সিরিয়ালের লিস্টের শেষে আছে মিত্তির বাড়ি ও আনন্দী এবং তেঁতুলপাতা। এই সিরিয়ালের টিআরপি ৫.৭। সব মিলিয়ে চলতি সপ্তাহে হয়েছে হাড্ডা হাড্ডি লড়াই। গীতা এল এল বি এবং পরিণীতার মধ্যে লড়াই ছিল জোড়দার। শেষে গীতা এল এল বি -কে টেক্কা দিল পরিণীতা। প্রথম স্থান পেল পরিণীতা। এই সিরিয়ালের রেটিং ৭.৮। তেমনই গীতা এল এল বি গেল তিন নম্বর স্থানে। এই সিরিয়ালের টিআরপি ৭.৪। এদিকে গীতা এল এলবি। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৭.৯।

এবার এক ঝলকে দেখে নিন গত সপ্তাহে কোন সিরিয়াল ছিল কোন স্থানে। এদিকে গত সপ্তাহে প্রথমে স্থানে ছিল গীতা এল এলবি। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৭.৯। দ্বিতীয় স্থানে ছিল পরিণীতা। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৭.৮। তৃতীয় স্থানে ছিল ফুলকি। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৭.৭। চতুর্থ স্থানে ছিল কথা। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৭.৩। পঞ্চম স্থানে ছিল জগদ্ধাত্রী। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৭.২। ষষ্ঠ স্থানে ছিল গীতা উড়ান। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৬.৯। সপ্তম স্থানে ছিল রাঙামতি তীরন্দাজ এবং কোন গোপনে মন ভেসেছে। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৬.৭। অষ্টম স্থানে ছিল গৃহপ্রবেশ। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৬.৩। নবম স্থানে ছিল শুভ বিবাহ। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৫.৮। দশম স্থানে ছিল মিত্তির বাড়ি এবং তেঁতুল পাতা। এই সিরিয়ালের টিআরপি রেটিং ছিল ৫.৬।