সংক্ষিপ্ত
গরমে অনেকের ত্বকে ট্যান পড়ে যায়। যা সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। সঙ্গে আছে ব্রণ-র সমস্যা। নববর্ষের আগে ত্বক উজ্জ্বল করুন। আজ রইল পাঁচটি প্যাকের হদিশ। রূপচর্চায় ঘরোয়া টোটকার ব্যবহার বহু দিনের। তবে, এবার ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন এই পাঁচটি প্যাক। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই প্যাক।
কথায় আছে, বাঙালির বারো মাসে তেরো পার্বন। এর মধ্যে একটি বাঙালির নববর্ষ। আর মাত্র দুটো দিনের অপেক্ষা। তার পরই বাঙালির নতুন বছরকে স্বাগত জানানোর পালা। এই মধ্যে শুরু হয়েগিয়েছে প্রস্তুতি। ঘর-বাড়ি ও দোকান সব জায়গা সেজে উঠছে। এবার নববর্ষের আগে ত্বক উজ্জ্বল করুন। আজ রইল পাঁচটি প্যাকের হদিশ। রূপচর্চায় ঘরোয়া টোটকার ব্যবহার বহু দিনের। তবে, এবার ত্বকের যত্ন নিতে ব্যবহার করুন এই পাঁচটি প্যাক। জেনে নিন কীভাবে ব্যবহার করবেন এই প্যাক।
চন্দন ও ময়দার প্যাক বানাতে পারেন। একটি পাত্রে ১ চা চামচ ময়দা নিন। তাতে মেশান সম পরিমাণ চন্দন বাটা। এর সঙ্গে মেশান ১ চা চামচ দুধ। মিশ্রণটি ভালো করে মিশিয়ে প্যাক বানান। মিশ্রণটি ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। প্যাকটি ত্বক উজ্জ্বল করবে। এই প্যাকের গুণে ত্বকের সকল দাগ দূর হবে।
ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন হলুদের প্যাক। এক টুকরো হলুদ বেটে নিন। তার সঙ্গে মেশান দুধ। ভালো করে মিশিয়ে প্যাক বানান। গরমে অনেকেরই ব্রণর সমস্যায় ভোগেন। এই প্যাকে থাকা হলুদের গুণে ত্বকের যে কোনও সংক্রমণ দূর হবে। সঙ্গে দুধের গুণে ত্বকের রুক্ষ্ম ভাবও দূর হবে।
ত্বক উজ্জ্বল করতে ব্যবহার করতে পারেন তুলসীর প্যাক। চন্দন বাটা, গোলাপ জল ও তুলসী পাতার রস দিয়ে প্যাক বানাতে পারেন। প্রথমে তুলসী পাতা বেটে রস বের করে নিন। সেই রসের সঙ্গে মেশান চন্দন বাটা, গোলাপ জল। এই প্যাক মুখে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে। নববর্ষে উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন এই প্যাক।
গরমে অনেকের ত্বকে ট্যান পড়ে যায়। যা সৌন্দর্যের পথে বাধা হয়ে দাঁড়ায়। এই সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা প্যাক লাগান। একটি অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তার সঙ্গে মেশান পাতিলেবুর রস। ভালো করে মিশিয়ে প্যাক বানান। তা ত্বকে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মাত্র দু থেকে তিন দিন ব্যবহারে ফারাক দেখতে পাবেন।
ব্যবহরা করতে পারেন দইয়ের প্যাক। একটি পাত্রে দই নিয়ে তার সঙ্গে মধু মেশান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট রেখে ঘষে ধুয়ে নিন। এই প্যাকের গুণে ত্বক উজ্জ্বল হবে।
আরও পড়ুন- পয়লা বৈশাখের ছিমছাম সাজে নজর কাড়ুন সকলের, রইল বিশেষ পাঁচটি ফ্যাশন টিপস
আরও পড়ুন- ক্রমে হারিয়ে ফেলছেন যৌন আকাঙ্খা? নিয়মিত ব্যায়ামে সমাধান হবে সমস্যার
আরও পড়ুন- ডায়েটিং ও এক্সারসাইজ করেও বাড়ছে ওজন? বাড়তি ওজন কমাতে মেনে চলুন এই ১০ টোটকা