সংক্ষিপ্ত
- কয়েকদিন আগেই গিয়েছে বিশ্বকবির জন্মদিবস ২৫ বৈশাখ
- প্রতি বছরের থেকে এই বছরের কবি স্মরণ ভিন্ন হয়েছে
- এইদিনে বাড়ি থেকেই সকলে স্মরণ করেছেন রবি ঠাকুরকে
- শাশুড়ি বাউমার এই যুগলবন্দী মন কেড়েছে নেট দুনিয়ার
কয়েকদিন আগেই গিয়েছে বিশ্বকবির জন্মদিবস ২৫ বৈশাখ। প্রতি বছরের থেকে এই বছরের কবি স্মরণ যে ভিন্ন হয়েছে তা আর আলাদা করে বলার প্রয়োজন নেই। প্রায় রবীন্দ্র মনোষ্ক প্রতিটি বাঙালিই এইদিনে বাড়ি থেকেই স্মরণ করেছেন রবি ঠাকুরকে। এমন বহু গান, বহু আবৃত্তি, বহু রবীন্দ্র নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে অনেককেই। তার মধ্যে শাশুড়ি বাউমার এই যুগলবন্দী মন কেড়েছে নেট দুনিয়ার।
আরও পড়ুন- হঠাৎ দমকা হাওয়ায় উড়ে গেল ট্রাক, সিসিটিভি ফুটেজ ভাইরাল নেট দুনিয়ায়
ভিডিওটিতে দেখা গিয়েছে একজন মহিলা হারমনিয়াম বাজিয়ে 'শ্রাবণের ধারার মত' রবীন্দ্র সঙ্গীত গাইছেন আর সঙ্গে তবলায় সঙ্গত দিচ্ছেন ওই মহিলার শাশুড়ি। যেখানে ঘরে ঘরে শাশুড়ি বৌমা-র এক অন্য রূপ চোখে পড়ে সমাজে। সেখানে ঠিক তার বিপরীতমুখী এই ছবি স্বভাবতই নজর কেড়েছে রবীন্দ্র প্রেমীদের। ফেসবুকে 'খোলা জানলা' নামের একটি পেজ থেকে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে। আপনিও দেখে নিন এই ভাইরাল হওয়া ভিডিওটি-
শাশুড়ী আর বৌমার যুগলবন্দী এমন সম্পর্ক ঘরে ঘরে হোক
Posted by খোলা জানালা - Khola Janala on Thursday, 14 May 2020
আরও পড়ুন- তালগাছে ওঠার প্রবল চেষ্টা, হাতির কীর্তিতে মজেছে নেটদুনিয়া, ভিডিও ভাইরাল
ফেসবুকে ইতিমধ্যেই এই ভিডিও-টি চার হাজারেরও বেশি শেয়ার হয়ে গিয়েছে। অনেকেই মন্তব্য করে সাধুবাদ জানিয়েছেন এই যুগলবন্দিকে। অনেকে বলেছেন এমন ভিডিও আবারও তাঁরা দেখতে চান। প্রচুর মন্তব্য, লাইক, শেয়ারে ভরে গিয়েছে পোস্টটি।