সংক্ষিপ্ত

নিজের মেকওভার করতে মেনে চলুন বিশেষ টোটকা। এবার ঘরে বসেই চুল কার্ল করুন। চুল কার্ল করতে আলাদা কোনও মেশিন নয়, বরং স্ট্রেইটনার ব্যবহার করলেই হল। সহজ তিনটি ধাপে চুল কার্ল করা সম্ভব। জেনে নিন কীভাবে।

চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে চান অনেকেই। কখনও হেয়ার কাটিং, কখনও কালার, কখনও হাইলাইটস, কখনও বার স্ট্রেট কিংবা কার্ল করেন অনেকে। নিজের মেকওভার করতে মেনে চলুন বিশেষ টোটকা। এবার ঘরে বসেই চুল কার্ল করুন। চুল কার্ল করতে আলাদা কোনও মেশিন নয়, বরং স্ট্রেইটনার ব্যবহার করলেই হল। সহজ তিনটি ধাপে চুল কার্ল করা সম্ভব। জেনে নিন কীভাবে। 

প্রথম ধাপে চুল পরিষ্কার করে নিন। দেখে নেবেন চুলে যেন তেল না থাকে। অনেকে চুলে স্টাইলিং করার আগে শ্যাম্পু করতে হয়। এমন ধারণা ভুল। আগে নিশ্চিত করুন চুলে তেল আছে কি না। চুলে তেল থাকলে শ্যাম্পু করুন। তা হলে হলে এমনিই কার্ল করতে পারেন। কার্ল করার এক অথবা দুদিন আগে শ্যাম্পু করা থাকলেই হল। 

দ্বিতীয় ধাপে চুল কার্ল করা হয়। প্রথমে চুল দু ভাগে ভাগ করে নিন। আপনার চুল যদি বেশি ঘন হয়, তাহলে তিন থেকে চারটি ভাগ করতে পারেন। এই পর্যায়ে ভালো করে চুল আঁচড়ে নেবেন। চুলে যেন জট না থাকে সেদিকে খেয়াল রাখুন। 

তৃতীয় পর্যায় চুল কার্ল করা হয়। প্রথমে স্ট্রেইটনার গরম করে নিন। আপনার চুলের জন্য উপযুক্ত তাপমাত্রা আগে থেকে জেনে নেবেন। বেশি গরম হলে চুল পুড়ে যেতে পারে। তাই স্ট্রেইটনার ব্যবহারের পদ্ধতি আগে থেকে জেনে নেওয়া দরকার। এবার অল্প অল্প করে  চুল নিয়ে তা স্ট্রেইটনারে মধ্যে দিয়ে জড়িয়ে নিন। এভাবে কয়েক সেকেন্ড রাখুন। এতেই কার্ল হয়ে যাবে চুল। আবার চুলের অন্য একটি অংশ এভাবে নিয়ে কার্ল করুন। তবে, চুলে স্ট্রেইটনার ব্যবহারের আগে সেরাম লাগিয়ে নেবেন। চুলে হিট প্রুফ সেরাম লাগাতে হয়। তা না হলে স্ট্রেইটনারের গরম থেকে চুলের ক্ষতি হতে পারে। এমনকী চুল অধিক রুক্ষ্ম হয়ে যেতে পারে এই কারণে। তাই অবশ্যই মেনে চলুন এই টোটকা।   

চুল নিয়ে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন যারা তারা এই উপায় চুল কার্ল করুন। বর্তমানে চুল কার্ল করার ট্রেন্ড দেখা যাচ্ছে। তাই এবার নিজের মেকওভার করতে মেনে চলুন বিশেষ টোটকা। এবার ঘরে বসেই চুল হবে  কার্ল। এই সহজ উপায় নিজের স্টাইল স্টেইটমেন্ট বদল করুন।