সংক্ষিপ্ত

পেটের ব্যথায় সজাগ থাকুন
জেনেনিন অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার লক্ষণ
পেটের বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে ব্যথা হয়ে থাকে
এড়িয়ে না গিয়ে ডাক্তারের সন্মুখীন হন

পেটের ব্যথা সাধারণ গ্যাস অম্বলের ব্যাথা ভেবে অনেকেই সাময়িকভাবে ওষুধ খেয়ে কমিয়ে ফেলেন। কিন্তু পেটের ব্যথাকে অবহেলা করলে বাড়তে বাপদের ঝুঁকি। সেই দিকে নজর দিয়েই জেনে নিন ব্যথা কী ধরনের হলে তা অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ হিসেবে ধরা দেয়। পেটের ব্যথার ধরনেই এবার বুঝে নিন আপনি অ্যাপেন্ডিসাইটিসের ব্যথায় ভুগছে। 

আরও পড়ুনঃ আপনার এই অভ্যেসই বাড়িয়ে দিচ্ছে ব্রেন টিউমরের ঝুঁকি

কোন কোন লক্ষণ দেখে বুঝবেন আপনার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা হচ্ছেঃ

১) অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা সাধারণত নাভির চারপাশে হয়ে থাকে। অনেক সময় তা নাভির একটু ওপর থেকেও শুরু হয় অনেকসময়। কয়েক ঘণ্টা পর তলপেটের ডান দিকের অংশে ব্যথাটা স্থায়ী হয়। 
২) তবে প্রথম থেকেই তীব্র ব্যথা হয় না। প্রথমে থেমে থেমে ব্যথা শুরু হয়, পরবর্তীতে তা তীব্র ও হালকা—দুই রকমেরই হতে পারে। কিন্তু তা বেশি বেড়ে গেলে অসহ্য যন্ত্রনা হয়ে থাকে।
৩) শরীরে আরও সমস্যা দেখা দেয়। যেমন বমি বমি ভাব বা দু-একবার বমি হতে পারে। খাবারের প্রতি অনিহা তৈরি হওয়া। সঙ্গে হালকা জ্বরও থাকতে পারে গায়ে।
৪)  কোষ্ঠকাঠিন্যর সমস্যা দেখা দিতে পারে। মাথা ব্যথা শুরু হতে পারে। শরীর দুর্বল লাগা প্রভৃতি লক্ষণ দেখলেই ডাক্তারের কাছে যাওয়া উচিত। নচেত পরে সেই সমস্যআ আরও বাড়তে পারে।