মাথায় চিরুনি দিলেই কিছুটা চুল উঠবে, এটা স্বাভাবিক। তবে অতিরিক্ত চুল উঠলে তা স্বাভাবিক না। এমনকি শ্যাম্পু করলে, চুলে তেল দিলে, বা চুলে হাত দিলেও চুল ওঠে তবে বিষয়টি নিয়ে ভাবা দরকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Hair Tips: চুল নিয়ে চিন্তিত! অকালে চুল পড়ে যাচ্ছে? সুন্দর ঘন লম্বা চুল পেতে চান? আসুন তাহলে জেনে নিই ঘরোয়া উপায়ে কিভাবে চুল এর যত্ন নেবেন। চুলের জন্য পেঁয়াজের রস ভীষণ উপকারী। তবে পেঁয়াজের সঙ্গে আর কী কী মেশালে আরও ভালো কাজ হবে। আসুন জেনে নিন।
কেন মাখবেন পেঁয়াজ ? জেনে নিন:-
মাথায় চিরুনি দিলেই কিছুটা চুল উঠবে, এটা স্বাভাবিক। তবে অতিরিক্ত চুল উঠলে তা স্বাভাবিক না। এমনকি শ্যাম্পু করলে, চুলে তেল দিলে, বা চুলে হাত দিলেও চুল ওঠে তবে বিষয়টি নিয়ে ভাবা দরকার।
আসলে পেঁয়াজে মেলে ভিটামিন সি, বি৯, বি৬, পটাশিয়াম, যা চুলের বৃদ্ধিতে, সংক্রমণ ঠেকাতে এই উপাদানগুলি কার্যকর।পেঁয়াজের রস নিয়মিত স্ক্যাল্পে মাসাজ করলে ছত্রাক সংক্রমণও নিয়ন্ত্রণে চলে আসবে এবং খুশকি দূর হবে।খুশকি এবং অন্যান্য ছত্রাক সংক্রমণ কমিয়ে স্ক্যাল্পের সুস্বাস্থ্য ফেরাতে পেঁয়াজের রসের জুড়ি মেলা ভার। কারণ, এতে অ্যান্টিব্যাক্টেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান পাওয়া যায়, যেগুলি সংক্রমণ কমাতে পারে। অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে এই সব্জিতে। যা শরীরে ফ্রি র্যাডিক্যালের সমতা বজায় রাখে। ফলে চুলের ফলিকলগুলি ক্ষতিগ্রস্ত হয় না। তবে যাঁদের সালফারে অ্যালার্জি রয়েছে, তাঁরা পেঁয়াজের রস মাথায় মাখবেন না।
কীভাবে ব্যবহার করবেন পেঁয়াজ?
১. পেঁয়াজের রস ও অ্যালোভেরা: চুলের জন্য অত্যন্ত উপকারী অ্যালোভেরা। শীতের মৌসুমে রুক্ষ কেশে আর্দ্রতা জোগাতে, খুশকির ফলে হওয়া প্রদাহ কমাতে— এ উপাদানটি সাহায্য করে। দুই টেবিল চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই টেবিল চামচ পেঁয়াজের রস মিশিয়ে নিন। এবার শ্যাম্পু করা পরিষ্কার চুলে মিশ্রণটি মেখে নিন। মাথার ত্বক থেকে চুলে তা লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর মৃদু শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুবার করতে পারেন এইভাবে। বিশেষজ্ঞরা বলেন, "আলোভেরা মাথার ত্বকের পি এইচ ভরসাম্য রক্ষা করে, চুলের স্বাস্থ্য ভালো রাখে।"
২. নারকেল তেলের সঙ্গে পেঁয়াজ : ২-৩টি পেঁয়াজ নিয়ে টুকরো করে কেটে নিন। এবার তা ব্লেন্ডারে দিন। তার সঙ্গে ১ টেবিল চামচ নারকেল তেল মেশান। এবার তা ব্লেন্ড করে দিন যতক্ষণ না একটা মসৃণ পেস্ট তৈরি হচ্ছে নাড়তে থাকুন। আরও হাফ কাপ নারকেল তেল দিন। বিশেষ করে রুক্ষ চুলে এই মাস্কটি বিশেষ কার্যকর। তবে পরিষ্কার চুলে মিশ্রণটি লাগিয়ে হালকা মাসাজ করুন। এরপর আধা ঘণ্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলতে পারেন।
এভাবে পেতে পারেন সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল ঘরে বসে এবং ঘরোয়া উপায়ে কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই। তাহলে আর ভাবছেন কী? আজ থেকেই শুরু করুন চুলের যত্ন।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
