সংক্ষিপ্ত
শীতকালে খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানা পদ্ধতি অবলম্বন করেন। এবার পাতিলেবুর রস, নারকেল তেল, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল এবং অ্যালোভেরার মতো উপাদান দিয়ে খুশকি দূর করুন।
শীতের সময় অধিকংশ খুশকির সমস্যায় ভুগে থাকেন। এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার পদ্ধতি খুঁজে পান না অনেকে। সমস্যা থেকে বাঁচতে কেউ বাজার চলতি পণ্য ব্যবহার করেন। কেউ আবার ঘরোয়া টোটকা মেনে চলেন। তেমনই আবার কেউ পার্লার ট্রিটমেন্ট করে থাকেন। আজ রইল বিশেষ টিপস। এবার খুশকি দূর হবে মাত্র ৫ টাকায়। মাত্র ৫ টাকা ব্যয় করলে মিলবে উপকার। জেনে নিন কী করবেন।
বাজার থেকে ৫ টাকা দামের পাতিলেবু কিনে আনুন। তা ব্যবহারে মিলবে উপকার। এই পাতিলেবুর রস একটি পাত্রে নিন। তাতে তুলোয় করে স্ক্যাল্পে লাগান। কিছুক্ষণ পর শ্যাম্পু করে নিন।
অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানান। পাত্রে সম পরিমাণ অলিভ অয়েল ও ক্যাস্টর অয়েল নিন। তাতে মেশান পাতিলেবুর রস। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। এতে মিলবে উপকার।
নারকেলে তেলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে প্যাক বানান। পাত্রে নারকেল তেল নিন। তাতে মেশান পরিমাণ মতো পাতিলেবুর রস। তা তুলোয় করে স্ক্যাল্পে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। অন্তত ২০ মিনিট পর শ্যাম্পু করবেন। এতে মিলবে উপকার।
অ্যালোভেরা ও পাতিলেবুর রস দিয়ে প্যাক বানান। অ্যালোভেরা গাছের পাতা কেটে জেল বের করে নিন। তা মিক্সিতে দিয়ে ব্লেন্ড করুন। তাতে মেশান পাতিলেবুর রস। এবার তা স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।