সংক্ষিপ্ত

অকাল পক্কতায় ভোগেন? সরষের তেলের নানা প্যাক ব্যবহারে মিলবে উপকার। সরষের তেলের সঙ্গে দই, কারিপাতা, আমলকি, নারকেল দুধ ইত্যাদি মিশিয়ে চুলে ব্যবহার করলে দূর হবে অকাল পক্কতার সমস্যা।

নানান কারণে অকাল পক্কতার সমস্যায় ভোগেন অনেকেই। বয়সের আগে চুল সাদা হয়ে যায়। এই সমস্যা ঢাকতে কেউ ব্যবহার করেন বাজার চলতি কালার তো কেউ হেনা করেন। এতে আবার ক্ষতি হয় চুলের। এবার চুলের সমস্যা দূর করতে বিশেষ করে অকাল পক্কতার সমস্যা দূর করতে সরষের তেল ব্যবহার করুন। মিলবে উপকার।

সরষের তেল ও দই

একটি পাত্রে ২ চামচ সরষের তেল নিন। তাতে মেশান দই। ভালো করে ফেটিয়ে নিন। তা চুলে লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন। মিলবে উপকার। সপ্তাহে ২ দিন ব্যবহার করলেই মিলবে উপকার।

সরষের তেল ও কারিপাতা

পাত্রে সরষের তেল নিন। গরম করতে দিন অল্প আঁচে। তাতে দিন কারিপাতা। তেল ফুটতে শুরু করলে তা পাত্রে ঢেলে নিন। এবার তা নিয়মতি চুলে লাগান। দূর হবে চুল পাকার সমস্যা। নিয়মিত এই তেল মালিশ করতে পারেন। চুলের জন্য তা উপকারী। 

সরষের তেল ও আমলকি

সরষের তেল নিয়ে তা অল্প আঁচে গরম করতে দিন। তাতে দিন আমলকি। ফুটতে দিন। তারপর নামিয়ে ঠান্ডা করে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলেই মিলবে উপকার।

সরষের তেল ও নারকেল দুধ

অকালপক্কতা দূর করতে ব্যবহার করুন সরষের তেল ও নারকেল দুধের প্যাক। দু চামচ সরষের তেলের সঙ্গে ১ চা চামচ নারকেল দুধ মিশিয়ে নিন। তা ভালো করে স্ক্যাল্প থেকে চুলের ডগা পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে শ্যাম্পু করে নিন।