সংক্ষিপ্ত

চুলের যত্নে অনেকেই হেনা ব্যবহার করেন। তবে, সঠিক উপকার পেতে বিশেষ উপায় প্যাক তৈরি করুন হেনা দিয়ে। এই বিশেষ ভাবে প্যাক তৈরি করলে মিলবে উপকার। দেখে নিন কীভাবে বানাবেন প্যাক।

সারা বছর চুল পড়া, অকালপক্কতা, খুশকি থেকে শুরু করে রুক্ষ্ম চুলের সমস্যা দেখা দেয়। এই কারণে চুলে দেখা দেয় জট পড়ার সমস্যাও। এই সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই নানান পণ্য ব্যবহার করেন। শ্যাম্পু, কন্ডিশনার, হেয়ার মাস্ক থেকে স্পা- অনেক কিছুই করিয়ে থাকেন। এবার চুলের সমস্যা থেকে মুক্তি পেতে আর রুক্ষ্ম চুলের সমস্যা দূর করতে কিংবা অকাপক্কতার সমস্যা থেকে মুক্তি পেতে হেনা করুন। চুলের যত্নে অনেকেই হেনা ব্যবহার করেন। তবে, সঠিক উপকার পেতে বিশেষ উপায় প্যাক তৈরি করুন হেনা দিয়ে। এই বিশেষ ভাবে প্যাক তৈরি করলে মিলবে উপকার। দেখে নিন কীভাবে বানাবেন প্যাক।

এই বিশেষ হেনার প্যাক বানাতে প্রয়োজন কফি, চা পাতা, কারিপাতা। প্রথমে একটি পাত্রে কফি পাউডার নিন। তাতে দিন চা পাতা। এবার দিন এক মুঠো কারিপাতা। এবার পাত্রে জল দিন। পাত্রটি মাঝারি আঁচে গ্যাসে বাসান। ফুটতে শুরু করলে গ্যাস বন্ধ করে নিন। মিশ্রণটি ছেঁকে নিন। এবার একটি পাত্রে হেনা নিন। তাতে এই দিন দিন। ভালো করে মেশান। সারা রাত এই হেনা রেখে দিন। এবার সকালে হেনার প্যাকে মেশান ডিম। ভালো করে মিশিয়ে নিন। এবার এই প্যাক ব্রাশের সাহায্যে মাথায় লাগান। চুলের স্ক্যাল্প থেকে ডগা পর্যন্ত লাগান। খেয়াল করবেন হেনা যেন চমড়ায় না লেগে যায়। এবার অন্তত ২০ মিনিট থেকে ৩০ মিনিট অপেক্ষা করুন। এবার শ্যাম্পু করে নিন।

এই প্যাকে আছে ডিম। আছে কারিপাতা। আছে কফি ও চা পাতা। এই সকল উপাদান চুলের জন্য বেশ উপকারী। চুল পড়া বন্ধ করতে, খুশকি দূর করতে, স্ক্যাল্পে চুলকানির সমস্যা দূর করতে, সাদা চুলের সমস্যা দূর করতে এই প্যাক ব্যবহার করতে পারেন। এতে আছে ডিম। যা চুলে প্রোটিনের জোগান ঘটাবে। সঙ্গে চুল করবে সিল্কি।

তেমনই চুলের যত্নে ব্যবহার করতে পারেন একাধিক ঘরোয়া প্যাক। হেনার সঙ্গে ডিম মিশিয়ে ব্যবহার করতে পারেন। তেমনই হেনার সঙ্গে লিকার চা মিশিয়ে তা মাখতে পারেন। অথবা কারিপাতা তেলের সঙ্গে মিশিয়ে তা ব্যবহারে ও মিলবে উপকার। সপ্তাহে অন্তত ১ দিন হেনার প্যাক ব্যবহারে চুলের স্বাস্থ্য হবে উন্নত। সঙ্গে এই বিশেষ ভাবে তৈরি করুন হেনা প্যাক। মিলবে উপকার

আরও পড়ুন

দেখে নিন অ্যাডিনোভাইরাস থেকে বাঁচতে বাচ্চার কী কী খাওয়াবেন, রইল বিশেষ তালিকা

টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমাতে জলখাবার খেতে হবে সঠিক সময়, সঙ্গে মেনে চলুন এই বিশেষ টিপস

অ্যাডিনোভাইরাস থেকে সাবধান শিশুরা, কী করতে হবে জানালেন বিশেষ চিতিৎসক