জানেন কি নখে নেইলপলিশ পড়ারও নিয়ম আছে। অযত্নে, দায় সারা ভাবে নেলপলিশ পরা নখের স্বাস্থ্যের ক্ষতি করে। জানুন কিছু টিপস, নেইলপলিশের রং থাকবে অনেকদিন।
নেইলপলিশ পরে হাত ও পায়ের নখ সাজিয়ে পরিপাটি রাখতে সব মহিলারাই পছন্দ করেন। তবে সমস্যা একটাই, দু-এক দিনের মধ্যেই নেইলপলিশ উঠে যেতে শুরু করে। বারবার নখের রং বদল করাও ঝামেলার। দীর্ঘদিন নখের রঙ ধরে রাখতে শুধু নেইলপলিশ লাগালেই হবে না, আগে থেকে নখের যত্ন ও প্রস্তুতিও জরুরি। এ প্রতিবেদনে নখের যত্ন ও দীর্ঘদিন নেইলপলিশের রং টিকিয়ে রাখার সহজ কিছু কৌশল আলোচনা করা হলো।
১। পুরনো নেইলপলিশ তুলুন ঠিকভাবে
তুলার প্যাডে হালকা রিমুভার ভিজিয়ে পুরোনো নেইলপলিশ পুরোপুরি তুলে ফেলুন। খেয়াল রাখুন যাতে নখ শুকিয়ে না যায়।
২। নখ পরিষ্কার ও শেপ ঠিক করা
ভাঙা বা অতিরিক্ত লম্বা অযত্নে থাকা নখ কেটে সমান করে নিন। এরপর গরম জলে হাত ভিজিয়ে রাখুন ৫–১০ মিনিট, যাতে কিউটিকল নরম হয়ে যায়।
৩। কিউটিকল-এর যত্ন নিন
কিউটিকল পুশার দিয়ে ধীরে ধীরে নখের কিউটিকল পিছিয়ে দিন। কিউটিকল কাটবেন না, এতে সংক্রমণের আশঙ্কা থাকে।
৪। বেস কোট ব্যবহার করুন
পরিষ্কার ও শুকনো নখে একটি পাতলা বেস কোট লাগান। এটি নেইলপলিশকে বেশি দিন টিকিয়ে রাখে এবং নখে দাগ পড়া আটকায়।
৫। সঠিকভাবে নেইলপলিশ লাগানো
প্রথমে পাতলা একটি কোট দিন। নখের মাঝে একবার, তারপর দুই পাশে করে তিনটি স্ট্রোকে রং লাগান। নখের ডগা বরাবর ব্রাশ চালিয়ে একটি সিল তৈরি করুন।
৬। টপ কোট দিন
রঙের উপর টপ কোট লাগালে নেইলপলিশ চকচকে ও টেকসই হয়। নেইলপলিশের প্রতিটি স্তর সকলের তবেই পরবর্তী স্তর লাগান।
নখের যত্ন নেয়ার উপায়
* কিউটিকল তেলের ব্যবহার : প্রতিদিন কিউটিকল অয়েল মাখলে নখ থাকবে হাইড্রেটেড ও মজবুত।
* গ্লাভস পরুন : বাড়ির কাজ করার সময় গ্লাভস ব্যবহার করুন যাতে রং উঠে না যায়।
* হাত ময়েশ্চারাইজ : শিয়া বাটার বা কোকো বাটারযুক্ত হ্যান্ড ক্রিম ব্যবহার করলে হাত নরম ও কোমল থাকবে।
* এক্সফোলিয়েশন : মৃদু বডি স্ক্রাব দিয়ে মাঝে মাঝে হাত স্ক্রাব করুন। এতে মৃত কোষ দূর হয় এবং হাত আরও উজ্জ্বল দেখায়।


